ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫

পাকিস্তানে পার্লামেন্ট অধিবেশনে ধস্তাধস্তি, নারী সদস্য আহত

  • আপডেট সময় : ১২:১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
  • ৫১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পার্লামেন্ট ভবনে বাজেট বক্তব্য দেওয়ার সময় বিরোধীদলের সঙ্গে সরকারদলীয় পার্লামেন্ট সদস্যদের তুমুল হট্টগোল ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এতে একজন নারী সদস্য সদস্য আহত হয়েছেন।
গত মঙ্গলবার দেশটির বিরোধীদলীয় নেতা শেহবাজ শরিফের বক্তৃতা চলাকালীন এই ধস্তাধস্তির ঘটনা ঘটে। খবরে বলা হয়, পাকিস্তানের বিরোধীদলীয় নেতা শেহবাজ শরিফ যখন ২০২১-২২ অর্থবছরের বাজেট বক্তব্য দিচ্ছিলেন তখন উচ্চস্বরে তার বক্তব্যের প্রতিবাদ করেন ক্ষমতাসীন দলের সদস্যরা। এরপর তারা একে অপরের মুখোমুখি হয়ে আপত্তিকর বাক্যবিনিময় শুরু করেন। মুহূর্তের মধ্যেই অধিবেশন কক্ষ উত্তপ্ত হয়ে ওঠে। তুমুল হট্টগোলের এক পর্যায়ে আইনপ্রণেতারা ধস্তাধস্তি করেন। একদল অপর দলকে লক্ষ্য করে হাতে থাকা বাজেটের কপি ছুড়ে মারেন।
এ সময় ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই’র নারী সংসদ সদস্য মালেকা বোখারির চোখে বাজেটের একটি কপি লাগায় তিনি আহত হন। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এই ঘটনার জন্য বিরোধীদলকে দায়ী করেছেন। বলেছেন, তাদের এক সদস্য আপত্তিকর শব্দ ব্যবহার করলে পিটিআইয়ের কয়েকজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।
অন্যদিকে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের নেতা শেহবাজ এক টুইট বার্তায় পিটিআইকে ফ্যাসিবাদী দল হিসেবে উল্লেখ করেছেন। সেখানে তিনি লিখেছেন, আজ পুরো জাতি তাদের টেলিভিশনের পর্দায় দেখেছেন কীভাবে ক্ষমতাসীন দল গু-ামি দেখেছেন। এটি প্রমাণ করে ইমরান খান ও তার দল নৈতিকভাবে কতটা নিচে নেমে গেছে। পিটিআই একটি ফ্যাসিবাদী ও নিপীড়নকারী দলে পরিণত হয়েছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে পার্লামেন্ট অধিবেশনে ধস্তাধস্তি, নারী সদস্য আহত

আপডেট সময় : ১২:১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পার্লামেন্ট ভবনে বাজেট বক্তব্য দেওয়ার সময় বিরোধীদলের সঙ্গে সরকারদলীয় পার্লামেন্ট সদস্যদের তুমুল হট্টগোল ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এতে একজন নারী সদস্য সদস্য আহত হয়েছেন।
গত মঙ্গলবার দেশটির বিরোধীদলীয় নেতা শেহবাজ শরিফের বক্তৃতা চলাকালীন এই ধস্তাধস্তির ঘটনা ঘটে। খবরে বলা হয়, পাকিস্তানের বিরোধীদলীয় নেতা শেহবাজ শরিফ যখন ২০২১-২২ অর্থবছরের বাজেট বক্তব্য দিচ্ছিলেন তখন উচ্চস্বরে তার বক্তব্যের প্রতিবাদ করেন ক্ষমতাসীন দলের সদস্যরা। এরপর তারা একে অপরের মুখোমুখি হয়ে আপত্তিকর বাক্যবিনিময় শুরু করেন। মুহূর্তের মধ্যেই অধিবেশন কক্ষ উত্তপ্ত হয়ে ওঠে। তুমুল হট্টগোলের এক পর্যায়ে আইনপ্রণেতারা ধস্তাধস্তি করেন। একদল অপর দলকে লক্ষ্য করে হাতে থাকা বাজেটের কপি ছুড়ে মারেন।
এ সময় ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই’র নারী সংসদ সদস্য মালেকা বোখারির চোখে বাজেটের একটি কপি লাগায় তিনি আহত হন। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এই ঘটনার জন্য বিরোধীদলকে দায়ী করেছেন। বলেছেন, তাদের এক সদস্য আপত্তিকর শব্দ ব্যবহার করলে পিটিআইয়ের কয়েকজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।
অন্যদিকে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের নেতা শেহবাজ এক টুইট বার্তায় পিটিআইকে ফ্যাসিবাদী দল হিসেবে উল্লেখ করেছেন। সেখানে তিনি লিখেছেন, আজ পুরো জাতি তাদের টেলিভিশনের পর্দায় দেখেছেন কীভাবে ক্ষমতাসীন দল গু-ামি দেখেছেন। এটি প্রমাণ করে ইমরান খান ও তার দল নৈতিকভাবে কতটা নিচে নেমে গেছে। পিটিআই একটি ফ্যাসিবাদী ও নিপীড়নকারী দলে পরিণত হয়েছে।