ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২০ ‘সন্ত্রাসী’ নিহত

  • আপডেট সময় : ০৯:২৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
  • ১১৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানে সেনাবাহিনীর অভিযানে ২০ জন কথিত সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)। শনিবার (৫ ফেব্রুয়ারি) আইএসপিআর জানায়, তারা ওই অঞ্চলে অভিযান সমাপ্ত ঘোষণা করেছে।
সম্প্রতি দেশটির বেলুচিস্তান প্রদেশের একটি নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলায় ১০ সেনাসদস্য নিহত হন। কেচ জেলায় ওই হামলার ঘটনা ঘটে। এরপর অভিযানে নামে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
দেশটির আইএসপিআর জানিয়েছে, বুধবার গভীর রাতে বেলুচিস্তান প্রদেশের পাঞ্জগুর ও নওশকি এলাকায় নিরাপত্তা বাহিনীর চালানো অভিযান শেষ হয়েছে। এ অভিযানে ২০ জন কথিত সন্ত্রাসী নিহত হয়েছে। অভিযানে সময় ৯ জন সেনা সদস্যও নিহত হয় বলেও জানায় আইএসপিআর।
তারা আরও জানায়, নওশকি এলাকায় ৯ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। অভিযান চলাকালে এক কর্মকর্তাসহ চারজন নিরাপত্তা বাহিনীর সদস্যও নিহত হন।
আইএসপিআর জানিয়েছে, পাঞ্জগুর এলাকায় অভিযানে নিহত হয় আরও বেশ কয়েকজন ‘সন্ত্রাসী’। দেশটির সামরিক বাহিনীর মিডিয়া উইং বলছে, এ অভিযানে পাঁচজন সেনা সদস্য নিহত হন। এতে আহত হয়েছেন আরও ছয়জন। তিনজন ‘সন্ত্রাসী’ যারা কেচ জেলায় হামলা চালিয়েছে তারাও নিহত হয়েছে সেনা অভিযানে।
চলতি মাসের শুরুতে দেশটিতে হামলায় নিহত হন একজন সেনা সদস্য। গত ৫ জানুয়ারি দেশটির খাইবার পাখতুন খোয়া প্রদেশে সন্ত্রাসীদের হামলায় আরও দুই সেনা সদস্য নিহত হন। এরপর দেশটির বেলুচিস্তান প্রদেশের একটি নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলায় আরও ১০ সেনাসদস্য নিহত হন। এসব ঘটনার পর নড়েচড়ে বসে দেশটির প্রশাসন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২০ ‘সন্ত্রাসী’ নিহত

আপডেট সময় : ০৯:২৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানে সেনাবাহিনীর অভিযানে ২০ জন কথিত সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)। শনিবার (৫ ফেব্রুয়ারি) আইএসপিআর জানায়, তারা ওই অঞ্চলে অভিযান সমাপ্ত ঘোষণা করেছে।
সম্প্রতি দেশটির বেলুচিস্তান প্রদেশের একটি নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলায় ১০ সেনাসদস্য নিহত হন। কেচ জেলায় ওই হামলার ঘটনা ঘটে। এরপর অভিযানে নামে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
দেশটির আইএসপিআর জানিয়েছে, বুধবার গভীর রাতে বেলুচিস্তান প্রদেশের পাঞ্জগুর ও নওশকি এলাকায় নিরাপত্তা বাহিনীর চালানো অভিযান শেষ হয়েছে। এ অভিযানে ২০ জন কথিত সন্ত্রাসী নিহত হয়েছে। অভিযানে সময় ৯ জন সেনা সদস্যও নিহত হয় বলেও জানায় আইএসপিআর।
তারা আরও জানায়, নওশকি এলাকায় ৯ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। অভিযান চলাকালে এক কর্মকর্তাসহ চারজন নিরাপত্তা বাহিনীর সদস্যও নিহত হন।
আইএসপিআর জানিয়েছে, পাঞ্জগুর এলাকায় অভিযানে নিহত হয় আরও বেশ কয়েকজন ‘সন্ত্রাসী’। দেশটির সামরিক বাহিনীর মিডিয়া উইং বলছে, এ অভিযানে পাঁচজন সেনা সদস্য নিহত হন। এতে আহত হয়েছেন আরও ছয়জন। তিনজন ‘সন্ত্রাসী’ যারা কেচ জেলায় হামলা চালিয়েছে তারাও নিহত হয়েছে সেনা অভিযানে।
চলতি মাসের শুরুতে দেশটিতে হামলায় নিহত হন একজন সেনা সদস্য। গত ৫ জানুয়ারি দেশটির খাইবার পাখতুন খোয়া প্রদেশে সন্ত্রাসীদের হামলায় আরও দুই সেনা সদস্য নিহত হন। এরপর দেশটির বেলুচিস্তান প্রদেশের একটি নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলায় আরও ১০ সেনাসদস্য নিহত হন। এসব ঘটনার পর নড়েচড়ে বসে দেশটির প্রশাসন।