ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

পাকিস্তানে তালিবানের হামলায় ৪ পুলিশ নিহত

  • আপডেট সময় : ০২:৪০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
  • ৭৯ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী একটি গাড়িতে দেশটির নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) হামলা হয়েছে। তালেবানের এই হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত চার সদস্য নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৬ জন। খাইবার-পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলায় পুলিশের টহল ভ্যানে ওই সন্ত্রাসী হামলা হয়েছে। দেশটির পুলিশ বলছে, গাড়িটি সদর থানায় যাওয়ার পথে হামলার শিকার হয়েছে। পাকিস্তান পুলিশের কর্মকর্তারা বলেছেন, হামলায় একজন উপ-পুলিশ সুপারসহ চার পুলিশ সদস্য নিহত এবং ছয়জন আহত হয়েছেন খাইবার-পাখতুনখোয়া পুলিশ প্রধান আখতার হায়াত খান এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তারা।
লাক্কি মারওয়াত পুলিশের মুখপাত্র বলেছেন, বৃহস্পতিবার ভোরের দিকে পুলিমের গাড়ি লক্ষ্য করে হামলা হয়েছে। পরে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময় হয়। গুলিবিনিময়ের সময় পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। পুলিশের এক বিবৃতির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ডন বলছে, হামলাকারীরা অত্যাধুনিক ও ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। পুলিশ সতর্ক অবস্থায় ছিল। পুলিশের পাল্টা গুলির পর হামলাকারীরা পালিয়ে যায়। রাতের অন্ধকারের সুযোগে সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এক বিবৃতিতে পুলিশের ভ্যানে হামলার দায় স্বীকার করেছে। পুলিশি ভ্যানে হামলার নিন্দা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পুলিশ কর্মকর্তাদের আত্মত্যাগ অবিস্মরণীয়। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পাকিস্তানে তালিবানের হামলায় ৪ পুলিশ নিহত

আপডেট সময় : ০২:৪০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

প্রত্যাশা ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী একটি গাড়িতে দেশটির নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) হামলা হয়েছে। তালেবানের এই হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত চার সদস্য নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৬ জন। খাইবার-পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলায় পুলিশের টহল ভ্যানে ওই সন্ত্রাসী হামলা হয়েছে। দেশটির পুলিশ বলছে, গাড়িটি সদর থানায় যাওয়ার পথে হামলার শিকার হয়েছে। পাকিস্তান পুলিশের কর্মকর্তারা বলেছেন, হামলায় একজন উপ-পুলিশ সুপারসহ চার পুলিশ সদস্য নিহত এবং ছয়জন আহত হয়েছেন খাইবার-পাখতুনখোয়া পুলিশ প্রধান আখতার হায়াত খান এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তারা।
লাক্কি মারওয়াত পুলিশের মুখপাত্র বলেছেন, বৃহস্পতিবার ভোরের দিকে পুলিমের গাড়ি লক্ষ্য করে হামলা হয়েছে। পরে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময় হয়। গুলিবিনিময়ের সময় পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। পুলিশের এক বিবৃতির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ডন বলছে, হামলাকারীরা অত্যাধুনিক ও ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। পুলিশ সতর্ক অবস্থায় ছিল। পুলিশের পাল্টা গুলির পর হামলাকারীরা পালিয়ে যায়। রাতের অন্ধকারের সুযোগে সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এক বিবৃতিতে পুলিশের ভ্যানে হামলার দায় স্বীকার করেছে। পুলিশি ভ্যানে হামলার নিন্দা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পুলিশ কর্মকর্তাদের আত্মত্যাগ অবিস্মরণীয়। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।