ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছোঁড়ায় ভারতের ৩ কর্মকর্তা বরখাস্ত

  • আপডেট সময় : ০১:২৪:২২ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে

আল-জাজিরা : ‘দুর্ঘটনাবশত’ ভারত থেকে পাকিস্তানের ভেতরে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার জন্য ভারতের বিমান বাহিনীর তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।
ভারতের বিমান বাহিনী এক বিবৃতিতে বলেছে, চলতি বছর ৯ মার্চ দুর্ঘটনাবশত ওই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছিল। ঘটনা যাচাই করতে কোর্ট অব ইনকোয়ারি গঠন করা হয়ছিল। এতে দেখা যায়, ভুল করে ওই ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সঙ্গে তিন কর্মকর্তা জড়িত। তারা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস থেকে বিচ্যুত হয়েছিলেন। এ ঘটনার জন্য প্রাথমিকভাবে ওই তিন কর্মকর্তাকে দায়ী করা হয়। কেন্দ্রীয় সরকার তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করেছে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। তিন কর্মকর্তার কাছে গতকালই এ সংক্রান্ত নির্দেশ পৌঁছে দেয়া হয়েছে।
মার্চে ওই ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানের কাছে ‘গভীর অনুশোচনা’ প্রকাশ করে এবং এ জন্য যান্ত্রিক ত্রুটি দায়ী বলে দাবি করে। ওদিকে পাকিস্তানের তথ্যমতে, ক্ষেপণাস্ত্রটি তাদের আকাশসীমার ভিতরে কমপক্ষে ১০০ কিলোমিটার ভিতরে উড়ে যায়। এ সময় এর উচ্চতা ছিল ৪০ হাজার ফুট। এর গতি ছিল শব্দের গতির তিনগুণ। তবে এই ক্ষেপণাস্ত্রে কোনো পারমাণবিক অস্ত্র ছিল না। ক্ষেপণাস্ত্রের আঘাতে পাকিস্তানের ভেতরে বড় কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছোঁড়ায় ভারতের ৩ কর্মকর্তা বরখাস্ত

আপডেট সময় : ০১:২৪:২২ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২

আল-জাজিরা : ‘দুর্ঘটনাবশত’ ভারত থেকে পাকিস্তানের ভেতরে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার জন্য ভারতের বিমান বাহিনীর তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।
ভারতের বিমান বাহিনী এক বিবৃতিতে বলেছে, চলতি বছর ৯ মার্চ দুর্ঘটনাবশত ওই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছিল। ঘটনা যাচাই করতে কোর্ট অব ইনকোয়ারি গঠন করা হয়ছিল। এতে দেখা যায়, ভুল করে ওই ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সঙ্গে তিন কর্মকর্তা জড়িত। তারা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস থেকে বিচ্যুত হয়েছিলেন। এ ঘটনার জন্য প্রাথমিকভাবে ওই তিন কর্মকর্তাকে দায়ী করা হয়। কেন্দ্রীয় সরকার তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করেছে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। তিন কর্মকর্তার কাছে গতকালই এ সংক্রান্ত নির্দেশ পৌঁছে দেয়া হয়েছে।
মার্চে ওই ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানের কাছে ‘গভীর অনুশোচনা’ প্রকাশ করে এবং এ জন্য যান্ত্রিক ত্রুটি দায়ী বলে দাবি করে। ওদিকে পাকিস্তানের তথ্যমতে, ক্ষেপণাস্ত্রটি তাদের আকাশসীমার ভিতরে কমপক্ষে ১০০ কিলোমিটার ভিতরে উড়ে যায়। এ সময় এর উচ্চতা ছিল ৪০ হাজার ফুট। এর গতি ছিল শব্দের গতির তিনগুণ। তবে এই ক্ষেপণাস্ত্রে কোনো পারমাণবিক অস্ত্র ছিল না। ক্ষেপণাস্ত্রের আঘাতে পাকিস্তানের ভেতরে বড় কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।