ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

পাকিস্তানে অস্ট্রেলিয়া দলে করোনার ধাক্কা

  • আপডেট সময় : ০৯:০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার ক্যাম্পে শনাক্ত হলো করোনাভাইরাস। দুই দিন আগে আক্রান্ত হন পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রউফ। প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। প্রাণঘাতী ভাইরাস এবার হানা দিলো অস্ট্রেলিয়ান দলে, পজিটিভ হয়েছেন তাদের স্পিন-বোলিং কনসালট্যান্ট ফাওয়াদ আহমেদ।
করোনা শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে পাঁচ দিনের আইসোলেশনে চলে গেছেন ফাওয়াদ। এক বিজ্ঞপ্তিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, কোচিং স্টাফের এই সদস্যের মৃদু উপসর্গ রয়েছে এবং দুইবার নেগেটিভ ফল হলেই কেবল আইসোলেশন থেকে ছাড়া পাবেন।
পাকিস্তানে জন্ম নেওয়া ফাওয়াদ অস্ট্রেলিয়ার হয়ে তিন ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলেন। সম্প্রতি পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সের অংশ ছিলেন তিনি। সোমবার অস্ট্রেলিয়া টিম হোটেলে ঢোকেন এবং স্পিন বোলিং কনসালট্যান্ট হিসেবে তার কাজ শুরুর কথা ছিল।
কিন্তু হোটেলে ঢোকার সঙ্গে সঙ্গে করা করোনা পরীক্ষায় পজিটিভ আসে। ধারণা করা হচ্ছে, এই রিপোর্ট হাতে পাওয়ার আগে সফরকারী দলের কোনো খেলোয়াড়ের সঙ্গে সাক্ষাৎ করেননি তিনি।
জানা গেছে, অস্ট্রেলিয়া স্কোয়াড ও দলের প্রত্যেকের করোনা টেস্ট করার পর নেগেটিভ এসেছে।
গত বছর পিএসএল চলাকালেও করোনায় আক্রান্ত হন ফাওয়াদ। আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে তিনি দ্বিতীয় ব্যক্তি হিসেবে পজিটিভ হলেন। কদিন আগে হারিস করোনার কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে যান। তিনিও পিএসএলে লাহোরের সঙ্গে খেলেছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে ‘অবদান’ অস্বীকারেই নাখোশ ট্রাম্প

পাকিস্তানে অস্ট্রেলিয়া দলে করোনার ধাক্কা

আপডেট সময় : ০৯:০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার ক্যাম্পে শনাক্ত হলো করোনাভাইরাস। দুই দিন আগে আক্রান্ত হন পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রউফ। প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। প্রাণঘাতী ভাইরাস এবার হানা দিলো অস্ট্রেলিয়ান দলে, পজিটিভ হয়েছেন তাদের স্পিন-বোলিং কনসালট্যান্ট ফাওয়াদ আহমেদ।
করোনা শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে পাঁচ দিনের আইসোলেশনে চলে গেছেন ফাওয়াদ। এক বিজ্ঞপ্তিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, কোচিং স্টাফের এই সদস্যের মৃদু উপসর্গ রয়েছে এবং দুইবার নেগেটিভ ফল হলেই কেবল আইসোলেশন থেকে ছাড়া পাবেন।
পাকিস্তানে জন্ম নেওয়া ফাওয়াদ অস্ট্রেলিয়ার হয়ে তিন ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলেন। সম্প্রতি পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সের অংশ ছিলেন তিনি। সোমবার অস্ট্রেলিয়া টিম হোটেলে ঢোকেন এবং স্পিন বোলিং কনসালট্যান্ট হিসেবে তার কাজ শুরুর কথা ছিল।
কিন্তু হোটেলে ঢোকার সঙ্গে সঙ্গে করা করোনা পরীক্ষায় পজিটিভ আসে। ধারণা করা হচ্ছে, এই রিপোর্ট হাতে পাওয়ার আগে সফরকারী দলের কোনো খেলোয়াড়ের সঙ্গে সাক্ষাৎ করেননি তিনি।
জানা গেছে, অস্ট্রেলিয়া স্কোয়াড ও দলের প্রত্যেকের করোনা টেস্ট করার পর নেগেটিভ এসেছে।
গত বছর পিএসএল চলাকালেও করোনায় আক্রান্ত হন ফাওয়াদ। আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে তিনি দ্বিতীয় ব্যক্তি হিসেবে পজিটিভ হলেন। কদিন আগে হারিস করোনার কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে যান। তিনিও পিএসএলে লাহোরের সঙ্গে খেলেছিলেন।