ঢাকা ০১:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

পাকিস্তানের ৭২ শতাংশ নারী ধূমপায়ী

  • আপডেট সময় : ০৩:৩০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
  • ১৪৫ বার পড়া হয়েছে

নারী ও শিশু ডেস্ক :পাকিস্তানের নারী ধূমপায়ীদের বিষয়ে তথ্য প্রকাশ করেছে দেশটির টোব্যাকো বোর্ড। এতে ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। সংস্থাটি জানিয়েছে, পাকিস্তানে নারী ধূমপায়ীদের সংখ্যা বেড়ে ৭২ শতাংশ হয়েছে। খবর জিও নিউজের।
নারী ধূমপায়ীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ার কারণে চিকিৎসা বিশেষজ্ঞরা এই অভ্যাসের গুরুতর স্বাস্থ্যগত প্রভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, নারীদের মধ্যে উদ্বেগ ও হতাশার অন্যতম প্রধান কারণ হচ্ছে এই ধূমপান। এই অভ্যাসে স্ট্রোকের ঝুঁকি দ্বিগুণ হওয়ার পাশাপাশি প্রজনন স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ে। বিশেষজ্ঞরা আরও বলেছেন, ধূমপায়ী মায়ের কারণে মৃত সন্তানের ঝুঁকি ও নবজাতকের মধ্যে মারাত্মক ফুসফুসের রোগের আশঙ্কা ২০ গুণ বেড়ে যায়।
পরিসংখ্যানে বলা হয়েছে, পাকিস্তানে ৩ কোটির বেশি ধূমপায়ী রয়েছে। বছরে তারা আট হাজার কোটি সিগারেট ব্যবহার করে। ধূমপানজনিত কারণে যেসব দেশে মৃত্যুর হার সবচেয়ে বেশি পাকিস্তান তার মধ্যে অন্যতম। এ কারণে দেশটিতে বছরে মারা যায় এক লাখ ৬০ হাজার মানুষ। ক্যানসার, শ্বাসকষ্ট ও হৃদযন্ত্রের সমস্যায় পাকিস্তানে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয়। তাছাড়া নারীদের ফুসফুসের ৮০ শতাংশ রোগ ধূমপানের কারণে হয়।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিন দাবিতে প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

পাকিস্তানের ৭২ শতাংশ নারী ধূমপায়ী

আপডেট সময় : ০৩:৩০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩

নারী ও শিশু ডেস্ক :পাকিস্তানের নারী ধূমপায়ীদের বিষয়ে তথ্য প্রকাশ করেছে দেশটির টোব্যাকো বোর্ড। এতে ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। সংস্থাটি জানিয়েছে, পাকিস্তানে নারী ধূমপায়ীদের সংখ্যা বেড়ে ৭২ শতাংশ হয়েছে। খবর জিও নিউজের।
নারী ধূমপায়ীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ার কারণে চিকিৎসা বিশেষজ্ঞরা এই অভ্যাসের গুরুতর স্বাস্থ্যগত প্রভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, নারীদের মধ্যে উদ্বেগ ও হতাশার অন্যতম প্রধান কারণ হচ্ছে এই ধূমপান। এই অভ্যাসে স্ট্রোকের ঝুঁকি দ্বিগুণ হওয়ার পাশাপাশি প্রজনন স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ে। বিশেষজ্ঞরা আরও বলেছেন, ধূমপায়ী মায়ের কারণে মৃত সন্তানের ঝুঁকি ও নবজাতকের মধ্যে মারাত্মক ফুসফুসের রোগের আশঙ্কা ২০ গুণ বেড়ে যায়।
পরিসংখ্যানে বলা হয়েছে, পাকিস্তানে ৩ কোটির বেশি ধূমপায়ী রয়েছে। বছরে তারা আট হাজার কোটি সিগারেট ব্যবহার করে। ধূমপানজনিত কারণে যেসব দেশে মৃত্যুর হার সবচেয়ে বেশি পাকিস্তান তার মধ্যে অন্যতম। এ কারণে দেশটিতে বছরে মারা যায় এক লাখ ৬০ হাজার মানুষ। ক্যানসার, শ্বাসকষ্ট ও হৃদযন্ত্রের সমস্যায় পাকিস্তানে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয়। তাছাড়া নারীদের ফুসফুসের ৮০ শতাংশ রোগ ধূমপানের কারণে হয়।