ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

পাকিস্তানের হারে সুখবর পেল বাংলাদেশ

  • আপডেট সময় : ০৭:০২:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: বাংলা ভাষায় একটি প্রবাদ আছে, ‘কারো পৌষ মাস কারো সর্বনাশ।’ জনপ্রিয় এই প্রবাদের সঙ্গে এবার মিলে গেছে বাংলাদেশ-পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের আনন্দ-দুঃখ। মুলতানে দুই ম্যাচের সিরিজের শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২০ রানে হেরে গেছে পাকিস্তান। এতে সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। কোনো দলই যেহেতু সিরিজ জিততে পারেনি, সে কারণে বিশ্ব-চ্যাম্পিয়নশিপে তাদের পয়েন্ট পর্যাপ্ত (১২) না বাড়ায় র্যাংকিংয়ে এগিয়ে গেছে বাংলাদেশ। অর্থাৎ পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের সর্বনাশে বাংলাদেশের পৌষ মাস।
টেস্ট চ্যাম্পিয়নশিপে এই প্রথম সপ্তম স্থানে উঠেছে বাংলাদেশ।

৯ দলের প্রতিযোগিতায় আগের দুই চক্রে নবম স্থানে থেকেই খেলা শেষ করেছিল টাইগাররা। তবে চলতি ২০২৩-২০২৫ চক্রের খেলা এখনো শেষ হয়নি। যদিও বাংলাদেশের এই চক্রের খেলা শেষ হয়ে গেছে গেল ডিসেম্বরে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়েই। টেস্ট চ্যাম্পিয়নশিপে দলগুলোর র্যাঙ্কিং করা হয় পয়েন্টের শতাংশের ভিত্তিতে। ১২ ম্যাচে বাংলাদেশের শতকরা পয়েন্ট ৩১.২৫। শতকরা ২৮.২১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান শতকরা ২৭.৯৮ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে চলতি চক্র শেষ করেছে। নিয়ম অনুযায়ী পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল ফাইনালে খেলে। এবার সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের শতকরা পয়েন্ট ৬৯.৪৪ শতাংশ। চক্রের সব ম্যাচ শেষ করার আগেই দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফি জেতার পর অসিদের শতকরা পয়েন্ট ৬৩.৭৩। ২০২৩-২০২৫ চক্রে এখনো দুটি ম্যাচ বাকি অস্ট্রেলিয়ার। আগামী বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করবে অসিরা। এই সিরিজের মাধ্যমে চক্রের খেলাও শেষ হবে। ফাইনাল আগামী জুনে। ঐহিত্যগতভাবে ম্যাচটি হবে ইংল্যান্ডের লর্ডসে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পাকিস্তানের হারে সুখবর পেল বাংলাদেশ

আপডেট সময় : ০৭:০২:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক: বাংলা ভাষায় একটি প্রবাদ আছে, ‘কারো পৌষ মাস কারো সর্বনাশ।’ জনপ্রিয় এই প্রবাদের সঙ্গে এবার মিলে গেছে বাংলাদেশ-পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের আনন্দ-দুঃখ। মুলতানে দুই ম্যাচের সিরিজের শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২০ রানে হেরে গেছে পাকিস্তান। এতে সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। কোনো দলই যেহেতু সিরিজ জিততে পারেনি, সে কারণে বিশ্ব-চ্যাম্পিয়নশিপে তাদের পয়েন্ট পর্যাপ্ত (১২) না বাড়ায় র্যাংকিংয়ে এগিয়ে গেছে বাংলাদেশ। অর্থাৎ পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের সর্বনাশে বাংলাদেশের পৌষ মাস।
টেস্ট চ্যাম্পিয়নশিপে এই প্রথম সপ্তম স্থানে উঠেছে বাংলাদেশ।

৯ দলের প্রতিযোগিতায় আগের দুই চক্রে নবম স্থানে থেকেই খেলা শেষ করেছিল টাইগাররা। তবে চলতি ২০২৩-২০২৫ চক্রের খেলা এখনো শেষ হয়নি। যদিও বাংলাদেশের এই চক্রের খেলা শেষ হয়ে গেছে গেল ডিসেম্বরে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়েই। টেস্ট চ্যাম্পিয়নশিপে দলগুলোর র্যাঙ্কিং করা হয় পয়েন্টের শতাংশের ভিত্তিতে। ১২ ম্যাচে বাংলাদেশের শতকরা পয়েন্ট ৩১.২৫। শতকরা ২৮.২১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান শতকরা ২৭.৯৮ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে চলতি চক্র শেষ করেছে। নিয়ম অনুযায়ী পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল ফাইনালে খেলে। এবার সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের শতকরা পয়েন্ট ৬৯.৪৪ শতাংশ। চক্রের সব ম্যাচ শেষ করার আগেই দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফি জেতার পর অসিদের শতকরা পয়েন্ট ৬৩.৭৩। ২০২৩-২০২৫ চক্রে এখনো দুটি ম্যাচ বাকি অস্ট্রেলিয়ার। আগামী বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করবে অসিরা। এই সিরিজের মাধ্যমে চক্রের খেলাও শেষ হবে। ফাইনাল আগামী জুনে। ঐহিত্যগতভাবে ম্যাচটি হবে ইংল্যান্ডের লর্ডসে।