ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ নেতাদের হত্যার হুমকি তালেবানদের

  • আপডেট সময় : ১১:৫৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩
  • ১০৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) দেশের প্রধান ক্ষমতাসীন দলগুলোকে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য সরকারের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে। এসময় তারা প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টোর নাম উল্লেখ করে।প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর প্রধান এবং পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) প্রধান। এই দুটি রাজনৈতিক দল পাকিস্তান বর্তমান জোট সরকারের প্রধান দুই অংশীদার। তালেবান মুখপাত্র এক বিবৃতিতে বলেন, আমরা দীর্ঘদিন কোন রাজনৈতিক দলের ওপর হামলা করিনি। কিন্তু বর্তমান ক্ষমতাসীন দল যদি আমাদের বিরুদ্ধে অবস্থান নেয় তবে আমরাও তাদের দল এবং তাদের দলের নেতাদের ওপর হামলা করব। মানুষ যেন তাদের আশপাশ থেকে দূরে থাকে। তিনি আরও বলেন, আমাদের মূল টার্গেট দেশের নিরাপত্তা বাহিনী, যারা পাকিস্তানে থেকেও পশ্চিমাদের স্বার্থরক্ষায় কাজ করছে। এই হুমকি তখনই এল যখন পাকিস্তানে নতুন সেনাপ্রধান হিসেবে জেনারেল আসিম মুনির দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব নিয়েই তিনি সরকারের সাথে দুই দিনের বৈঠকের পরে পাকিস্তানে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দেন। প্রকৃতপক্ষে তিনি তালেবানের বিরুদ্ধে সরকারের এবং সেনাবাহিনীর অবস্থান পরিষ্কার করেন। আসিম মুনির বলেন- দেশের মধ্যে সামান্যতম নিরাপত্তা হুমকিও সেনাবাহিনী কঠোর ভাবে দমন করবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ নেতাদের হত্যার হুমকি তালেবানদের

আপডেট সময় : ১১:৫৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) দেশের প্রধান ক্ষমতাসীন দলগুলোকে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য সরকারের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে। এসময় তারা প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টোর নাম উল্লেখ করে।প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর প্রধান এবং পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) প্রধান। এই দুটি রাজনৈতিক দল পাকিস্তান বর্তমান জোট সরকারের প্রধান দুই অংশীদার। তালেবান মুখপাত্র এক বিবৃতিতে বলেন, আমরা দীর্ঘদিন কোন রাজনৈতিক দলের ওপর হামলা করিনি। কিন্তু বর্তমান ক্ষমতাসীন দল যদি আমাদের বিরুদ্ধে অবস্থান নেয় তবে আমরাও তাদের দল এবং তাদের দলের নেতাদের ওপর হামলা করব। মানুষ যেন তাদের আশপাশ থেকে দূরে থাকে। তিনি আরও বলেন, আমাদের মূল টার্গেট দেশের নিরাপত্তা বাহিনী, যারা পাকিস্তানে থেকেও পশ্চিমাদের স্বার্থরক্ষায় কাজ করছে। এই হুমকি তখনই এল যখন পাকিস্তানে নতুন সেনাপ্রধান হিসেবে জেনারেল আসিম মুনির দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব নিয়েই তিনি সরকারের সাথে দুই দিনের বৈঠকের পরে পাকিস্তানে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দেন। প্রকৃতপক্ষে তিনি তালেবানের বিরুদ্ধে সরকারের এবং সেনাবাহিনীর অবস্থান পরিষ্কার করেন। আসিম মুনির বলেন- দেশের মধ্যে সামান্যতম নিরাপত্তা হুমকিও সেনাবাহিনী কঠোর ভাবে দমন করবে।