ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

পাকিস্তানের পাঞ্জাব পার্লামেন্টে ডেপুটি স্পিকারকে নাজেহাল, অধিবেশন স্থগিত

  • আপডেট সময় : ১১:৫৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
  • ৯৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচনকে কেন্দ্র করে সদ্য ক্ষমতাচ্যুত পাকিস্তান পিপলস পার্টি (পিটিআই) এর সংসদ সদস্যরা ডেপুটি স্পিকার সরদার দোস্ত মুহাম্মদ মাজারির ওপর হামলা করেছে। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, গতকাল শনিবার মুখ্যমন্ত্রী পদে ভোটের জন্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে স্থানীয় সময় সকাল সাড়ে এগারোটায় প্রাদেশিক পার্লামেন্টের অধিবেশন শুরু হয়। পাঞ্জাবে ক্ষমতাসীন দল হচ্ছে পিটিআই। অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই স্পিকারের আসনে বসা মাত্রই পিটিআই সংসদ সদস্যদের তোপের মুখে পড়েন ডেপুটি স্পিকার সরদার দোস্ত মুহাম্মদ মাজারি। শুরুতে তারা স্পিকারকে লক্ষ্য করে ‘পদ্ম’ ফুল ছুঁড়ে মারে। তারপর তারা একে একে ডেপুটি স্পিকারকে ঘিরে ফেলেন। নিরাপত্তারক্ষীরা স্পিকারকে বাঁচানোর চেষ্টা করলেও তাকে রক্ষা করতে পারেনি। এ সময় স্পিকারের ওপর হামলাসহ তার চুল টানতে থাকে। এ ঘটনার পর অধিবেশন ত্যাগ করেন ডেপুটি স্পিকার। পার্লামেন্টের বাহিরে পাকিস্তান মুসলিম লীগ-এন এর নেতা আতাউল্লাহ ডেপুটি স্পিকারকে নাজেহালের ঘটনায় ব্যবস্থা নিতে প্রধান বিচাপতির কাছে আহ্বান জানান। এ ছাড়া, ভোটাভুটি অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত অপেক্ষার কথাও জানিয়েছেন তিনি। নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যণ্ত প্রয়োজনে শনিবার রাত ১২টা পর্যন্ত অপেক্ষা করবেন তারা।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের পাঞ্জাব পার্লামেন্টে ডেপুটি স্পিকারকে নাজেহাল, অধিবেশন স্থগিত

আপডেট সময় : ১১:৫৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচনকে কেন্দ্র করে সদ্য ক্ষমতাচ্যুত পাকিস্তান পিপলস পার্টি (পিটিআই) এর সংসদ সদস্যরা ডেপুটি স্পিকার সরদার দোস্ত মুহাম্মদ মাজারির ওপর হামলা করেছে। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, গতকাল শনিবার মুখ্যমন্ত্রী পদে ভোটের জন্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে স্থানীয় সময় সকাল সাড়ে এগারোটায় প্রাদেশিক পার্লামেন্টের অধিবেশন শুরু হয়। পাঞ্জাবে ক্ষমতাসীন দল হচ্ছে পিটিআই। অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই স্পিকারের আসনে বসা মাত্রই পিটিআই সংসদ সদস্যদের তোপের মুখে পড়েন ডেপুটি স্পিকার সরদার দোস্ত মুহাম্মদ মাজারি। শুরুতে তারা স্পিকারকে লক্ষ্য করে ‘পদ্ম’ ফুল ছুঁড়ে মারে। তারপর তারা একে একে ডেপুটি স্পিকারকে ঘিরে ফেলেন। নিরাপত্তারক্ষীরা স্পিকারকে বাঁচানোর চেষ্টা করলেও তাকে রক্ষা করতে পারেনি। এ সময় স্পিকারের ওপর হামলাসহ তার চুল টানতে থাকে। এ ঘটনার পর অধিবেশন ত্যাগ করেন ডেপুটি স্পিকার। পার্লামেন্টের বাহিরে পাকিস্তান মুসলিম লীগ-এন এর নেতা আতাউল্লাহ ডেপুটি স্পিকারকে নাজেহালের ঘটনায় ব্যবস্থা নিতে প্রধান বিচাপতির কাছে আহ্বান জানান। এ ছাড়া, ভোটাভুটি অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত অপেক্ষার কথাও জানিয়েছেন তিনি। নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যণ্ত প্রয়োজনে শনিবার রাত ১২টা পর্যন্ত অপেক্ষা করবেন তারা।