ঢাকা ১১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ

  • আপডেট সময় : ০২:০৯:২২ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরীফ (৭০)। গতকাল সোমবার পাকিস্তান পার্লামেন্টের নি¤œকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির ১৭৪ সদস্য তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন।
শাহবাজের নিজের দল মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর পাশাপাশি পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), মুত্তাহিদা মজলিস-ই-আমলসহ বেশ কয়েকটি দলের সমর্থন পেয়েছেন শাহবাজ। তবে ন্যাশনাল অ্যাসেম্বলির বৃহত্তম দল, সদ্য-প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান (পিটিআই) নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের উদ্যোগের বিরোধিতা করে সভা থেকে ওয়াক আউট করে।
ইমরান মন্ত্রিসভার সদস্য শাহ মাহমুদ কুরেশি রোববার পিটিআইয়ের তরফে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেছিলেন। কিন্তু দলের অন্দরে ভাঙন আঁচ করে শেষ পর্যন্ত সভা থেকে ওয়াক আউটের সিদ্ধান্ত নেন ইমরান অনুগামীরা।
পাক সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার মধ্যরাতে ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভোটাভুটিতে পদচ্যুত হয়েছিলেন ইমরান। সে সময়ও পিটিআই সদস্যেরা অধিবেশন থেকে ওয়াক আউট করেছিলেন। ইমরানের বিপক্ষে পড়েছিল ১৭৪টি ভোট।
প্রসঙ্গত, ৩৪২ আসনের পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের ‘জাদু সংখ্যা’ ১৭২। খাতায়-কলমে ইমরানের পিটিআইয়ের ১৫৫ জন সদস্য থাকলেও তাদের অনেকেই ইতোমধ্যেই বিরোধী শিবিরে নাম লিখিয়েছেন।
পাক প্রধানমন্ত্রী পদে শাহবাজের নাম আলোচনায় এসেছিল পাঁচ বছর আগেই। পানামা কেলেঙ্কারির মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দোষী সাব্যস্ত হওয়ার পরে তার দল পিএমএল(এন)-এর ভেতরে শাহবাজকে দায়িত্ব দেওয়ার দাবি উঠেছিল। কিন্তু সে সময় ভাইকে বঞ্চিত করে নওয়াজ বেছে নিয়েছিলেন তার বিশ্বস্ত শাহিদ খোকন আব্বাসীকে। শাহবাজ পাঞ্জাব প্রদেশের সব থেকে দীর্ঘ মেয়াদের মুখ্যমন্ত্রীও বটে। তিনি পাঞ্জাব প্রদেশে তিন বার মুখ্যমন্ত্রী হয়েছেন। ভাই নওয়াজ দেশ ছাড়ার পরে পাকিস্তান মুসলিম লিগের প্রেসিডেন্টের আসনে বসেন তিনি। তখন থেকেই ভাইয়ের মেয়ে মরিয়ম নওয়াজ শরীফকে নিয়ে দল সামলাচ্ছিলেন। ২০১৮ সালের ১৩ আগস্ট তিনি ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য হন। নির্বাচিত হন বিরোধী দলনেতা পদে।
পার্লামেন্টে এসে ইমরান বললেন, ‘ইজ্জতের মালিক আল্লাহ’ : অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারানোর পর প্রথমবার পাকিস্তানের পার্লামেন্টে উপস্থিত হয়ে ইমরান খান বলেছেন, সম্মান দিতে পারেন কেবল সৃষ্টিকর্তাই।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, সোমবার বিকালে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে জাতীয় পরিষদের যখন অধিবেশন চলছে, সেই সময় পার্লামেন্টে উপস্থিত হন ইমরান। গত শনিবার যখন তার বিরুদ্ধে তোলা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি চলছিল, তখন তিনি পার্লামেন্টে ছিলেন না। তার দলের বেশিরভাগ এমপিও অনুপস্থিত ছিলেন। শেষ পর্যন্ত ১৭৪-০ ভোটে অনাস্থা প্রস্তাব পাস হয়। ইমরানকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে রোববার রাতে পিটিআই সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ করে। সোমবার পার্লামেন্টে উপস্থিত সাংবাদিকরা ওই বিপুল জমায়েতের বিষয়ে প্রশ্ন করলে ইমরান বলেন, “ইজ্জত তো দিতে পারেন আল্লাহ।”
পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটাভুটির আগে পিটিআইয়ের এমপিরা এদিন পার্লামেন্ট থেকে গণ পদত্যাগের সিদ্ধান্ত জানান। তবে পরে পদত্যাগ না করে তারা অধিবেশ বয়কট করেন। জিও নিউজ লিখেছে, ইমরান প্রধানমন্ত্রিত্ব হারানোর পর পিটিআইয়ের সংসদীয় দলের এটাই ছিল প্রথম সভা। অনেককে বিস্মিত করে দলীয় নেতাদের অনেকের আগেই পার্লামেন্টে পৌঁছান তিনি। পার্লামেন্টের বিরোধী দলীয় জোটের নেতা শাহবাজ শরিফ সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পাচ্ছেন। তাই পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়া এখন কেবল সময়ের ব্যাপার।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ

আপডেট সময় : ০২:০৯:২২ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২

প্রত্যাশা ডেস্ক : পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরীফ (৭০)। গতকাল সোমবার পাকিস্তান পার্লামেন্টের নি¤œকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির ১৭৪ সদস্য তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন।
শাহবাজের নিজের দল মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর পাশাপাশি পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), মুত্তাহিদা মজলিস-ই-আমলসহ বেশ কয়েকটি দলের সমর্থন পেয়েছেন শাহবাজ। তবে ন্যাশনাল অ্যাসেম্বলির বৃহত্তম দল, সদ্য-প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান (পিটিআই) নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের উদ্যোগের বিরোধিতা করে সভা থেকে ওয়াক আউট করে।
ইমরান মন্ত্রিসভার সদস্য শাহ মাহমুদ কুরেশি রোববার পিটিআইয়ের তরফে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেছিলেন। কিন্তু দলের অন্দরে ভাঙন আঁচ করে শেষ পর্যন্ত সভা থেকে ওয়াক আউটের সিদ্ধান্ত নেন ইমরান অনুগামীরা।
পাক সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার মধ্যরাতে ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভোটাভুটিতে পদচ্যুত হয়েছিলেন ইমরান। সে সময়ও পিটিআই সদস্যেরা অধিবেশন থেকে ওয়াক আউট করেছিলেন। ইমরানের বিপক্ষে পড়েছিল ১৭৪টি ভোট।
প্রসঙ্গত, ৩৪২ আসনের পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের ‘জাদু সংখ্যা’ ১৭২। খাতায়-কলমে ইমরানের পিটিআইয়ের ১৫৫ জন সদস্য থাকলেও তাদের অনেকেই ইতোমধ্যেই বিরোধী শিবিরে নাম লিখিয়েছেন।
পাক প্রধানমন্ত্রী পদে শাহবাজের নাম আলোচনায় এসেছিল পাঁচ বছর আগেই। পানামা কেলেঙ্কারির মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দোষী সাব্যস্ত হওয়ার পরে তার দল পিএমএল(এন)-এর ভেতরে শাহবাজকে দায়িত্ব দেওয়ার দাবি উঠেছিল। কিন্তু সে সময় ভাইকে বঞ্চিত করে নওয়াজ বেছে নিয়েছিলেন তার বিশ্বস্ত শাহিদ খোকন আব্বাসীকে। শাহবাজ পাঞ্জাব প্রদেশের সব থেকে দীর্ঘ মেয়াদের মুখ্যমন্ত্রীও বটে। তিনি পাঞ্জাব প্রদেশে তিন বার মুখ্যমন্ত্রী হয়েছেন। ভাই নওয়াজ দেশ ছাড়ার পরে পাকিস্তান মুসলিম লিগের প্রেসিডেন্টের আসনে বসেন তিনি। তখন থেকেই ভাইয়ের মেয়ে মরিয়ম নওয়াজ শরীফকে নিয়ে দল সামলাচ্ছিলেন। ২০১৮ সালের ১৩ আগস্ট তিনি ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য হন। নির্বাচিত হন বিরোধী দলনেতা পদে।
পার্লামেন্টে এসে ইমরান বললেন, ‘ইজ্জতের মালিক আল্লাহ’ : অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারানোর পর প্রথমবার পাকিস্তানের পার্লামেন্টে উপস্থিত হয়ে ইমরান খান বলেছেন, সম্মান দিতে পারেন কেবল সৃষ্টিকর্তাই।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, সোমবার বিকালে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে জাতীয় পরিষদের যখন অধিবেশন চলছে, সেই সময় পার্লামেন্টে উপস্থিত হন ইমরান। গত শনিবার যখন তার বিরুদ্ধে তোলা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি চলছিল, তখন তিনি পার্লামেন্টে ছিলেন না। তার দলের বেশিরভাগ এমপিও অনুপস্থিত ছিলেন। শেষ পর্যন্ত ১৭৪-০ ভোটে অনাস্থা প্রস্তাব পাস হয়। ইমরানকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে রোববার রাতে পিটিআই সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ করে। সোমবার পার্লামেন্টে উপস্থিত সাংবাদিকরা ওই বিপুল জমায়েতের বিষয়ে প্রশ্ন করলে ইমরান বলেন, “ইজ্জত তো দিতে পারেন আল্লাহ।”
পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটাভুটির আগে পিটিআইয়ের এমপিরা এদিন পার্লামেন্ট থেকে গণ পদত্যাগের সিদ্ধান্ত জানান। তবে পরে পদত্যাগ না করে তারা অধিবেশ বয়কট করেন। জিও নিউজ লিখেছে, ইমরান প্রধানমন্ত্রিত্ব হারানোর পর পিটিআইয়ের সংসদীয় দলের এটাই ছিল প্রথম সভা। অনেককে বিস্মিত করে দলীয় নেতাদের অনেকের আগেই পার্লামেন্টে পৌঁছান তিনি। পার্লামেন্টের বিরোধী দলীয় জোটের নেতা শাহবাজ শরিফ সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পাচ্ছেন। তাই পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়া এখন কেবল সময়ের ব্যাপার।