ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

পাকিস্তানের তিন ভেন্যুতে বাংলাদেশের ছয় ম্যাচ

  • আপডেট সময় : ০৭:৪৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: আঁটসাঁট সূচির কারণে বাংলাদেশ-পাকিস্তানের পূর্ব নির্ধারিত সূচির ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হয়নি। তবে এ বছর সেটি অনুষ্ঠিত হবে। আগামী মে মাসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার (১৮ মার্চ) এই সিরিজ সংক্রান্ত প্রতিবেদন পাকিস্তানের সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, আগামী ১১ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এই লিগ শেষেই অনুষ্ঠিত হবে সিরিজ দুটি। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি চলাকালিন পাকিস্তান সফরে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। সে সময় এফটিপি’র এই সিরিজের দিনক্ষণ ঠিক করে দুই দেশের বোর্ড। তিন ম্যাচ ওয়ানডে ও তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো পাকিস্তানের ফয়সালাবাদ, মুলতান ও লাহোরে অনুষ্ঠিত হবে।

গত বছর পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। দুই ম্যাচের সেই সিরিজে দারুণ পারফরম্যান্স দেখিয়ে ২-০ ব্যবধানে জয় তুলে নেয় টাইগাররা। এবার আবারও পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দলই প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি। গ্রুপপর্ব থেকেই ছিটকে যেতে হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানকে। কারণ, কোনো দলই জয়ের দেখা পায়নি। তাদের মুখোমুখি একমাত্র ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, ফলে উভয় দলকে ভাগ করে নিতে হয় এক পয়েন্ট করে। এবার সাদা বলের সিরিজে পুরনো হতাশা ঝেড়ে ফেলে নতুন উদ্যমে মাঠে নামতে চায় দুই দল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পাকিস্তানের তিন ভেন্যুতে বাংলাদেশের ছয় ম্যাচ

আপডেট সময় : ০৭:৪৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

ক্রীড়া ডেস্ক: আঁটসাঁট সূচির কারণে বাংলাদেশ-পাকিস্তানের পূর্ব নির্ধারিত সূচির ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হয়নি। তবে এ বছর সেটি অনুষ্ঠিত হবে। আগামী মে মাসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার (১৮ মার্চ) এই সিরিজ সংক্রান্ত প্রতিবেদন পাকিস্তানের সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, আগামী ১১ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এই লিগ শেষেই অনুষ্ঠিত হবে সিরিজ দুটি। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি চলাকালিন পাকিস্তান সফরে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। সে সময় এফটিপি’র এই সিরিজের দিনক্ষণ ঠিক করে দুই দেশের বোর্ড। তিন ম্যাচ ওয়ানডে ও তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো পাকিস্তানের ফয়সালাবাদ, মুলতান ও লাহোরে অনুষ্ঠিত হবে।

গত বছর পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। দুই ম্যাচের সেই সিরিজে দারুণ পারফরম্যান্স দেখিয়ে ২-০ ব্যবধানে জয় তুলে নেয় টাইগাররা। এবার আবারও পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দলই প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি। গ্রুপপর্ব থেকেই ছিটকে যেতে হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানকে। কারণ, কোনো দলই জয়ের দেখা পায়নি। তাদের মুখোমুখি একমাত্র ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, ফলে উভয় দলকে ভাগ করে নিতে হয় এক পয়েন্ট করে। এবার সাদা বলের সিরিজে পুরনো হতাশা ঝেড়ে ফেলে নতুন উদ্যমে মাঠে নামতে চায় দুই দল।