ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন শেষ : রিজওয়ান

  • আপডেট সময় : ০৫:৪৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: টানা দুই হারে ঘরের মাঠের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দর্শক হওয়ার পথে আয়োজক পাকিস্তান। নিউজিল্যান্ডের কাছে হারের পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষেও ঘুরে দাঁড়াতে পারেনি মোহাম্মদ রিজওয়ানের দল। গতকাল দুবাইয়ে একপেশে ম্যাচে বিরাট কোহলির সেঞ্চুরিতে ভর করে ৪৬ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নিয়েছে ভারত। সেই সঙ্গে টানা দুই জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে টিম ইন্ডিয়া।

অন্যদিকে, যাচ্ছেতাই অবস্থা পাকিস্তানের। চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান কার্যত শেষের পথে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। অবশ্য টিকে থাকতে এখনো অনেক যদি কিন্তুর হিসাব মেলাতে হতে পারে। তবে নিজেদের চেয়ে অন্য দলগুলোর ওপরই বেশি ভাগ্য নির্ভর করছে। অবশ্য প্রথম দুই ম্যাচে হেরে সব স্বপ্ন শেষ হয়ে গেছে বলে অকপটেই স্বীকার করে নিলেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। তার মতে, টুর্নামেন্টে পাকিস্তানের যাত্রা শেষ হয়েছে।

ভারতের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিজওয়ান বলেন,’এই মুহূর্তে তো এটিই বলতে পারেন যে, সব শেষ হয়ে গেছে (পাকিস্তানের সম্ভাবনা)। এটাই সত্যি। এখন সামনের ম্যাচে বাংলাদেশ কী করবে নিউ জিল্যান্ডের সঙ্গে, দেখব আমরা। এরপর ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ম্যাচে কী হয়, আমরা কী করতে পারিৃ সব মিলিয়ে লম্বা ভ্রমণ। হ্যাঁ, আমাদের আল্লাহর উপর বিশ্বাস এবং আশা আছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের টিকে থাকা এখন অন্য দলগুলোর উপর নির্ভর করছে।’
তবে এত সমীকরণ নিয়ে ভাবছেন না পাকিস্তান অধিনায়ক। বাস্তবতা মেনে নিয়ে বলেন, ‘সত্যি বলতে, অধিনায়ক হিসেবে এটা আমার পছন্দ নয়। যদি নিজেদের সামর্থ্য থাকে, নিজের পথে যদি জেতা যায়, তাহলে করে দেখানো উচিত। নইলে অন্য কারও আশ্রয়ে তাকিয়ে থাকাৃ এসবের কোনো মূল্য নেই আমার কাছে।

টুর্নামেন্টে আছি নাকি ছিটকে গেছি, সেটা নিয়ে মোটেও ভাবছি না। হ্যাঁ, নিউজিল্যান্ড আমাদের হারিয়েছে। ভারতও হারিয়েছে আমাদের। আমরা মেনে নিচ্ছি। আমরা ভালোও খেলতে পারি, খারাপও খেলতে পারি। আল্লাহ আমাদের একটা সুযোগ দিয়েছেন। এটা নিয়ে কিছু বলতে পারি না।’ প্রসঙ্গত, গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনালের দৌড়ে ভারতের পর এগিয়ে আছে নিউজিল্যান্ড। আজ বাংলাদেশকে হারাতে পারলে তারাও সেমিতে অনেকটাই চলে যাবে। তবে প্রথম ম্যাচ হারা টাইগাররা কিউইদের হারাতে পারলে টিকে থাকবে বাংলাদেশ ও পাকিস্তানের আশা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন শেষ : রিজওয়ান

আপডেট সময় : ০৫:৪৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক: টানা দুই হারে ঘরের মাঠের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দর্শক হওয়ার পথে আয়োজক পাকিস্তান। নিউজিল্যান্ডের কাছে হারের পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষেও ঘুরে দাঁড়াতে পারেনি মোহাম্মদ রিজওয়ানের দল। গতকাল দুবাইয়ে একপেশে ম্যাচে বিরাট কোহলির সেঞ্চুরিতে ভর করে ৪৬ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নিয়েছে ভারত। সেই সঙ্গে টানা দুই জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে টিম ইন্ডিয়া।

অন্যদিকে, যাচ্ছেতাই অবস্থা পাকিস্তানের। চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান কার্যত শেষের পথে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। অবশ্য টিকে থাকতে এখনো অনেক যদি কিন্তুর হিসাব মেলাতে হতে পারে। তবে নিজেদের চেয়ে অন্য দলগুলোর ওপরই বেশি ভাগ্য নির্ভর করছে। অবশ্য প্রথম দুই ম্যাচে হেরে সব স্বপ্ন শেষ হয়ে গেছে বলে অকপটেই স্বীকার করে নিলেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। তার মতে, টুর্নামেন্টে পাকিস্তানের যাত্রা শেষ হয়েছে।

ভারতের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিজওয়ান বলেন,’এই মুহূর্তে তো এটিই বলতে পারেন যে, সব শেষ হয়ে গেছে (পাকিস্তানের সম্ভাবনা)। এটাই সত্যি। এখন সামনের ম্যাচে বাংলাদেশ কী করবে নিউ জিল্যান্ডের সঙ্গে, দেখব আমরা। এরপর ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ম্যাচে কী হয়, আমরা কী করতে পারিৃ সব মিলিয়ে লম্বা ভ্রমণ। হ্যাঁ, আমাদের আল্লাহর উপর বিশ্বাস এবং আশা আছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের টিকে থাকা এখন অন্য দলগুলোর উপর নির্ভর করছে।’
তবে এত সমীকরণ নিয়ে ভাবছেন না পাকিস্তান অধিনায়ক। বাস্তবতা মেনে নিয়ে বলেন, ‘সত্যি বলতে, অধিনায়ক হিসেবে এটা আমার পছন্দ নয়। যদি নিজেদের সামর্থ্য থাকে, নিজের পথে যদি জেতা যায়, তাহলে করে দেখানো উচিত। নইলে অন্য কারও আশ্রয়ে তাকিয়ে থাকাৃ এসবের কোনো মূল্য নেই আমার কাছে।

টুর্নামেন্টে আছি নাকি ছিটকে গেছি, সেটা নিয়ে মোটেও ভাবছি না। হ্যাঁ, নিউজিল্যান্ড আমাদের হারিয়েছে। ভারতও হারিয়েছে আমাদের। আমরা মেনে নিচ্ছি। আমরা ভালোও খেলতে পারি, খারাপও খেলতে পারি। আল্লাহ আমাদের একটা সুযোগ দিয়েছেন। এটা নিয়ে কিছু বলতে পারি না।’ প্রসঙ্গত, গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনালের দৌড়ে ভারতের পর এগিয়ে আছে নিউজিল্যান্ড। আজ বাংলাদেশকে হারাতে পারলে তারাও সেমিতে অনেকটাই চলে যাবে। তবে প্রথম ম্যাচ হারা টাইগাররা কিউইদের হারাতে পারলে টিকে থাকবে বাংলাদেশ ও পাকিস্তানের আশা।