ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

পাকিস্তানের কোচ না হওয়ার কারণ জানালেন ওয়াসিম

  • আপডেট সময় : ১০:১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
  • ১৬২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : যোগ্যতায় কোনো কমতি নেই। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের হেড কোচ হওয়ার সুযোগ পেয়েছেন ওয়াসিম আকরাম। এরপরও বাবর আজমদের দায়িত্ব নেননি তিনি। মূলত পাকিস্তানি দর্শকদের বাজে আচরণের কারণে কোচ হননি বলে জানান এই কিংবদন্তি ক্রিকেটার। এক সাক্ষাৎকারে ওয়াসিম আকরাম বলেন, দকোচ হলে বছরে ২০০-২৫০ দিন দলকে নিয়ে ব্যস্ত থাকতে হয়। সেটা এক ভয়ানক কঠিন কাজ। মনে হয় না পাকিস্তান বা নিজের পরিবার ছেড়ে এতদিন বাইরে থাকতে পারব। তা ছাড়া পাকিস্তান সুপার লিগে বেশিরভাগ ক্রিকেটারই খেলে। সবার কাছে আমার নম্বর রয়েছে। যে কেউ সাহায্য চাইলে আমি রাজি।
তবে কোচ হতে অনীহা প্রকাশের সবচেয়ে বড় কারণ হলো দর্শদের আচরণ। এ বিষয়ে তিনি বলেন, দআমি বোকা নই। মাঝে মাঝেই শুনি কোচ বা ক্রিকেটারদের সঙ্গে মানুষ খারাপ ব্যবহার করেছে। কোচ কিন্তু মাঠে নেমে খেলে না। সে শুধু পরিকল্পনা করে। তাই দল হারলে সেই দায় শুধু কোচের উপরে বর্তায় না। এই কারণে আমি ভীত। আমি এ ধরনের আচরণ সহ্য করতে পারি না। তাই পাকিস্তান দলের কোচ হইনি। জাতীয় দলের কোচ না হলেও স্বল্পমেয়াদে বিভিন্ন সময়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিভিন্ন দলে কোচ হিসেবে কাজ করেছেন আকরাম। ভারতের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের কোচ হিসেবে শুরু, এর বাইরে পাকিস্তানের সুপার লিগে (পিএসএল) ২০১৬ ও ২০১৭ সালে ইসলামাবাদ ইউনাইটেডের পরিচালক ও বোলিং কোচ ছিলেন আকরাম। একই ভূমিকায় কাজ করেছেন মুলতান সুলতানসেও। বর্তমানে তিনি করাচি কিংসের চেয়ারম্যান ও বোলিং কোচ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

অনির্দিষ্টকাল কর্মবিরতির ডাক প্রাথমিক শিক্ষকদের

পাকিস্তানের কোচ না হওয়ার কারণ জানালেন ওয়াসিম

আপডেট সময় : ১০:১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১

ক্রীড়া ডেস্ক : যোগ্যতায় কোনো কমতি নেই। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের হেড কোচ হওয়ার সুযোগ পেয়েছেন ওয়াসিম আকরাম। এরপরও বাবর আজমদের দায়িত্ব নেননি তিনি। মূলত পাকিস্তানি দর্শকদের বাজে আচরণের কারণে কোচ হননি বলে জানান এই কিংবদন্তি ক্রিকেটার। এক সাক্ষাৎকারে ওয়াসিম আকরাম বলেন, দকোচ হলে বছরে ২০০-২৫০ দিন দলকে নিয়ে ব্যস্ত থাকতে হয়। সেটা এক ভয়ানক কঠিন কাজ। মনে হয় না পাকিস্তান বা নিজের পরিবার ছেড়ে এতদিন বাইরে থাকতে পারব। তা ছাড়া পাকিস্তান সুপার লিগে বেশিরভাগ ক্রিকেটারই খেলে। সবার কাছে আমার নম্বর রয়েছে। যে কেউ সাহায্য চাইলে আমি রাজি।
তবে কোচ হতে অনীহা প্রকাশের সবচেয়ে বড় কারণ হলো দর্শদের আচরণ। এ বিষয়ে তিনি বলেন, দআমি বোকা নই। মাঝে মাঝেই শুনি কোচ বা ক্রিকেটারদের সঙ্গে মানুষ খারাপ ব্যবহার করেছে। কোচ কিন্তু মাঠে নেমে খেলে না। সে শুধু পরিকল্পনা করে। তাই দল হারলে সেই দায় শুধু কোচের উপরে বর্তায় না। এই কারণে আমি ভীত। আমি এ ধরনের আচরণ সহ্য করতে পারি না। তাই পাকিস্তান দলের কোচ হইনি। জাতীয় দলের কোচ না হলেও স্বল্পমেয়াদে বিভিন্ন সময়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিভিন্ন দলে কোচ হিসেবে কাজ করেছেন আকরাম। ভারতের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের কোচ হিসেবে শুরু, এর বাইরে পাকিস্তানের সুপার লিগে (পিএসএল) ২০১৬ ও ২০১৭ সালে ইসলামাবাদ ইউনাইটেডের পরিচালক ও বোলিং কোচ ছিলেন আকরাম। একই ভূমিকায় কাজ করেছেন মুলতান সুলতানসেও। বর্তমানে তিনি করাচি কিংসের চেয়ারম্যান ও বোলিং কোচ।