বিদেশের খবর ডেস্ক : বিচিত্র ঘটনাই ঘটেছে পাকিস্তানের চিত্রালে। সংবাদ মাধ্যম জিও নিউজের খবরে বলা হয়, কাঠ পাচার সংক্রান্ত একটি মামলায় চিত্রালের সহকারী কমিশনারের সামনে পাঁচটি গাধাকে হাজির করা হয়। এর আগে গাধাগুলোকে হেফাজতে নেয় পুলিশ, পরে চিত্রালের দ্রোশ এলাকায় কাঠ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দ্রোশ সহকারী কমিশনার তৌসিফুল্লাহর আদালতে হাজির করা হয়।
কাঠ চোরাচালানের মামলায় এই পাঁচটি গাধাকে সম্পদ হিসেবে তলব করেছিলেন সহকারী কমিশনার। তদন্ত শেষে গাধা এবং কাঠের স্লিপারকে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। সহকারী কমিশনার বলেন, এসব গাধা নিরাপদ এবং কারো কাছে হস্তান্তর করা হয়নি। গাধাগুলো এখন আর চোরাচালানে ব্যবহার হচ্ছে না। গাধাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হেফাজতে থাকায় সন্তুষ্ট ছিল আদালত।
পাকিস্তানের আদালতে পাঁচ গাধা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ