ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫

পাকিস্তানি নারী ৩০ বছর ধরে মোদীকে রাখি পরান

  • আপডেট সময় : ০২:০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: অনেকেই চমকে উঠতে পারেন কিন্তু সত্যিই নরেন্দ্র মোদীর ‘পাকিস্তানি বোন’ এক নারী আছেন, যিনি প্রতি বছর নরেন্দ্র মোদীর হাতে রাখি বেঁধে দেন এবং সেই রাখি তিনি নিজে হাতে তৈরি করেন। তার নাম কোমার মহসিন শেখ। এবারও রাখি নিয়ে তৈরি তিনি। কোমার হাতে তৈরি রাখিতে ‘ওঁ’ লেখা, বসানো ছোট্ট গণেশও।

কোমারের জন্ম পাকিস্তানের করাচিতে। ১৯৮১ সালে বিবাহ সূত্রে ভারতে আসেন তিনি। আহমেদাবাদে থাকেন এখন। প্রায় ৩০ বছর হয়ে গেল, মোদীর হাতে রাখি বাঁধছেন তিনি।

ইন্ডিয়া ট্যুডের প্রতিবেদন অনুযায়ী, নরেন্দ্র মোদী যখন রাষ্ট্রীয় স্বেচ্ছাসেবক সংঘ বা আরএসএসের সদস্য ছিলেন সেই সময় থেকেই মোদীকে রাখি পরান কোমার। আরএসএস থেকে গুজরাটের মুখ্যমন্ত্রী, এমনকী দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরেও মোদী নিয়ম করে প্রতি বছর এই পাকিস্তানি কন্যার হাত থেকে রাখি পরেন।

কোমার বিভিন্ন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গুজরাটের প্রাক্তন রাজ্যপাল প্রয়াত স্বরূপ সিংয়ের মাধ্যমেই নরেন্দ্র মোদীর সঙ্গে তার প্রথম সাক্ষাৎ। তিনি যেদিন ভারতে পা রাখেন সেদিন বিমানবন্দরে ছিলেন মোদী। স্বরূপ সিং তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলেছিলেন, কোমার তার মেয়ের মতো। তা শুনে মোদী বলেছিলেন, তা হলে তো কোমার তার বোন। সেই থেকেই মোদীকে রাখি পরানো শুরু করেন কোমার।

সংবাদসংস্থা পিটিআইকে কোমার বলেন, প্রতি বছরই আমি হাতে তৈরি রাখি নিয়ে যাই। কারণ তাঁ ঘরে তৈরি রাখি খুবই পছন্দ। আমি কখনো দোকান থেকে কিনে কার্ডও দেই না তাকে। যদি কখনও কিছু লিখি, তা হলে নিজে হাতে গুজরাটিতে লিখে দিই। এক মাস আগে থেকে আমার রাখির প্রস্তুতি শুরু হয়ে যায়। ৪-৫টা রাখি বানাই। যেটা সব থেকে ভালো লাগে, সেটাই তার হাতে বাঁধি। এবারও ভাই যদি আমাকে ডাকেন, ইনশাআল্লাহ, আমি ওখানে গিয়ে এই রাখি পরাব।

কোভিডের সময়ে ২০২০, ২০২১ ও ২০২২ সালে দিল্লি যেতে পারেননি কোমার। ফলে রাখি পরানো হয়নি মোদীকে। তবে সেই তিন বছর বাদ দিলে আর কোনো বছর বাদ যায়নি। এবারও দিল্লি যাওয়ার জন্য তিনি তৈরি। আগামী ৯ আগস্ট মোদীকে রাখি পরাবেন। যদিও এখনও প্রধানমন্ত্রীর অফিস থেকে তাকে এ নিয়ে এখনও কিছু জানানো হয়নি। তবুও অপেক্ষায় আছেন ভাই মোদীকে রাখি পরাবেন।

এসি/

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানি নারী ৩০ বছর ধরে মোদীকে রাখি পরান

আপডেট সময় : ০২:০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: অনেকেই চমকে উঠতে পারেন কিন্তু সত্যিই নরেন্দ্র মোদীর ‘পাকিস্তানি বোন’ এক নারী আছেন, যিনি প্রতি বছর নরেন্দ্র মোদীর হাতে রাখি বেঁধে দেন এবং সেই রাখি তিনি নিজে হাতে তৈরি করেন। তার নাম কোমার মহসিন শেখ। এবারও রাখি নিয়ে তৈরি তিনি। কোমার হাতে তৈরি রাখিতে ‘ওঁ’ লেখা, বসানো ছোট্ট গণেশও।

কোমারের জন্ম পাকিস্তানের করাচিতে। ১৯৮১ সালে বিবাহ সূত্রে ভারতে আসেন তিনি। আহমেদাবাদে থাকেন এখন। প্রায় ৩০ বছর হয়ে গেল, মোদীর হাতে রাখি বাঁধছেন তিনি।

ইন্ডিয়া ট্যুডের প্রতিবেদন অনুযায়ী, নরেন্দ্র মোদী যখন রাষ্ট্রীয় স্বেচ্ছাসেবক সংঘ বা আরএসএসের সদস্য ছিলেন সেই সময় থেকেই মোদীকে রাখি পরান কোমার। আরএসএস থেকে গুজরাটের মুখ্যমন্ত্রী, এমনকী দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরেও মোদী নিয়ম করে প্রতি বছর এই পাকিস্তানি কন্যার হাত থেকে রাখি পরেন।

কোমার বিভিন্ন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গুজরাটের প্রাক্তন রাজ্যপাল প্রয়াত স্বরূপ সিংয়ের মাধ্যমেই নরেন্দ্র মোদীর সঙ্গে তার প্রথম সাক্ষাৎ। তিনি যেদিন ভারতে পা রাখেন সেদিন বিমানবন্দরে ছিলেন মোদী। স্বরূপ সিং তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলেছিলেন, কোমার তার মেয়ের মতো। তা শুনে মোদী বলেছিলেন, তা হলে তো কোমার তার বোন। সেই থেকেই মোদীকে রাখি পরানো শুরু করেন কোমার।

সংবাদসংস্থা পিটিআইকে কোমার বলেন, প্রতি বছরই আমি হাতে তৈরি রাখি নিয়ে যাই। কারণ তাঁ ঘরে তৈরি রাখি খুবই পছন্দ। আমি কখনো দোকান থেকে কিনে কার্ডও দেই না তাকে। যদি কখনও কিছু লিখি, তা হলে নিজে হাতে গুজরাটিতে লিখে দিই। এক মাস আগে থেকে আমার রাখির প্রস্তুতি শুরু হয়ে যায়। ৪-৫টা রাখি বানাই। যেটা সব থেকে ভালো লাগে, সেটাই তার হাতে বাঁধি। এবারও ভাই যদি আমাকে ডাকেন, ইনশাআল্লাহ, আমি ওখানে গিয়ে এই রাখি পরাব।

কোভিডের সময়ে ২০২০, ২০২১ ও ২০২২ সালে দিল্লি যেতে পারেননি কোমার। ফলে রাখি পরানো হয়নি মোদীকে। তবে সেই তিন বছর বাদ দিলে আর কোনো বছর বাদ যায়নি। এবারও দিল্লি যাওয়ার জন্য তিনি তৈরি। আগামী ৯ আগস্ট মোদীকে রাখি পরাবেন। যদিও এখনও প্রধানমন্ত্রীর অফিস থেকে তাকে এ নিয়ে এখনও কিছু জানানো হয়নি। তবুও অপেক্ষায় আছেন ভাই মোদীকে রাখি পরাবেন।

এসি/