প্রত্যাশা ডেস্ক: ভারতের পশ্চিমাঞ্চল জুড়ে ড্রোন এবং অন্যান্য অস্ত্রশস্ত্র দিয়ে পাকিস্তানের সশস্ত্রবাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দেশটির সেনাবাহিনী। তাদের দাবি, বৃহস্পতিবার (৮ মে) মাঝরাতের আগে শুরু করে ১২টার পরও এই হামলা অব্যাহত থাকে, যা পুরোপুরি প্রতিহত করেছে ভারতীয় সেনাবাহিনী। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারতীয় সেনাবাহিনীর অভিযোগ, মাঝরাতে ভারতের পশ্চিমাঞ্চল জুড়ে ড্রোন ও অন্যান্য অস্ত্র নিয়ে একাধিক হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। এছাড়া, তারা নিয়ন্ত্রণরেখায় একাধিক যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে।
ড্রোন হামলাগুলো পুরোপুরি ঠেকানো গেছে বলে ওই পোস্টে দাবি করা হয়। সেনা কর্মকর্তাদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি দাবি করেছে, অন্তত অর্ধশত পাকিস্তানি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
এর আগে ভিন্ন এক বক্তব্যে সেনাবাহিনী দাবি করেছিল, জম্মু, পাঠানকোট এবং উধামপুরের সেনা স্টেশন লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান, যা খুব মসৃণভাবে প্রতিহত করা গেছে।
এই সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত কাশ্মিরের পহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলার পর। ওই হামলায় ২৬ জন নিহত হন। এর প্রতিক্রিয়ায় ভারত ‘অপারেশন সিঁদুর’ পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরে জঙ্গি ঘাঁটিতে নির্ভুল হামলা চালায়। যদিও ভারত তা ‘নিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট’ হামলা বলে উল্লেখ করেছে।