ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫

পাওনা টাকা চাইতে গিয়ে দুই ভাই নিহত

  • আপডেট সময় : ১১:১৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
  • ১০৮ বার পড়া হয়েছে

জামালপুর প্রতিনিধি : পাওনা টাকা চাওয়ায় জামালপুরের দেওয়ানগঞ্জে প্রতিপক্ষের হামলায় হাবিবুর রহমান (৪০) ও সোলায়মান হোসেন (৩৭) নামের দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার সকালে উপজেলার তিলকপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হাবিবুর রহমান ও সোলায়মান হোসেন ওই এলাকার মো. সওদাগরের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, হাবিবুর রহমানের ছেলে ফকরুল একই গ্রামের ইউনুসের ছেলে ইমরানের কাছে দুই হাজার টাকা পান। সকালে ফকরুলসহ কয়েকজন ইমরানের কাছে পাওনা টাকা চাইতে গেলে তাদের মধ্যে বাগবিত-া হয়। একপর্যায়ে ফকরুল ও ইমরানের মধ্যে সংঘর্ষ বাঁধে। ছেলের সঙ্গে সংঘর্ষের খবর পেয়ে ফকরুলের বাবা হাবিবুর রহমান ও চাচা সোলাইমান ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় প্রতিপক্ষের লোকজন দেশিয় অস্ত্র দিয়ে হাবিবুর রহমান ও সোলায়মানকে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর বলেন, ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মার্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পাওনা টাকা চাইতে গিয়ে দুই ভাই নিহত

আপডেট সময় : ১১:১৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২

জামালপুর প্রতিনিধি : পাওনা টাকা চাওয়ায় জামালপুরের দেওয়ানগঞ্জে প্রতিপক্ষের হামলায় হাবিবুর রহমান (৪০) ও সোলায়মান হোসেন (৩৭) নামের দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার সকালে উপজেলার তিলকপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হাবিবুর রহমান ও সোলায়মান হোসেন ওই এলাকার মো. সওদাগরের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, হাবিবুর রহমানের ছেলে ফকরুল একই গ্রামের ইউনুসের ছেলে ইমরানের কাছে দুই হাজার টাকা পান। সকালে ফকরুলসহ কয়েকজন ইমরানের কাছে পাওনা টাকা চাইতে গেলে তাদের মধ্যে বাগবিত-া হয়। একপর্যায়ে ফকরুল ও ইমরানের মধ্যে সংঘর্ষ বাঁধে। ছেলের সঙ্গে সংঘর্ষের খবর পেয়ে ফকরুলের বাবা হাবিবুর রহমান ও চাচা সোলাইমান ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় প্রতিপক্ষের লোকজন দেশিয় অস্ত্র দিয়ে হাবিবুর রহমান ও সোলায়মানকে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর বলেন, ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মার্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।