কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জ বাজিতপুর উপজেলার গাজিরচর ইউনিয়ন থেকে একটি পাইপগান এবং দুই রাউন্ড গুলিসহ সুমন মিয়া (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১৪। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় র্যাবের কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর শাহরিয়ার মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতার সুমন জেলার বাজিতপুর উপজেলার গাজ্চির ইউনিয়নের উত্তরডুলজান গ্রামের আব্দুল মোতালেব মেম্বারের ছেলে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র্যাব গোয়েন্দা নজরদারি চালায়। পরে গাজিরচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ডুলজান এলাকা থেকে অস্ত্রধারী সুমন মিয়াকে একটি পাইপগান এবং দুই রাউন্ড গুলিসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন এলাকায় প্রভাব বিস্তারের জন্য অস্ত্র নিজের কাছে রাখার কথা স্বীকার করে।