ইমরান নাজির : পাপের কাদায় মনটা ভরা
পাইনে তবু টের,
ঘাম লাগলে একটু দেহে
গন্ধ যে পাই ঢের।
সাবান দিয়ে ধৌত করি
পুকুরঘাটে গিয়ে,
শরীরটাকে সতেজ রাখি
সেন্ট ও আতর দিয়ে।
হয় না ধোয়া মনটা শুধু
গন্ধ যেথায় বেশ,
পাপের গন্ধে দূষিত হয়ে
মনটা হলো শেষ।
পাপের কাদায় নোংরা হলো
মোর দেহেরই প্রাণ,
সবকিছুরই গন্ধ পেলেও
পাই না পাপের ঘ্রাণ।