ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

পাঁচ বছর পর চট্টগ্রাম আবাহনীতে ফিরলেন টিটু

  • আপডেট সময় : ১১:৫১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
  • ৫৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : নতুন ফুটবল মৌসুমে চট্টগ্রাম আবাহনীর দায়িত্ব নিতে যাচ্ছেন দেশের অভিজ্ঞ ও জাতীয় দলের সাবেক কোচ সাইফুল বারী টিটু। চট্টগ্রাম আবাহনীর সঙ্গে মৌখিক কথাবার্তা চূড়ান্ত হয়েছে টিটুর। আগামী দুই-একদিনের মধ্যে কাগজ-কলমের চুক্তিও হয়ে যাবে বলে জানিয়েছেন সাইফুল বারী টিটু, ‘আমার সঙ্গে মৌখিক কথাবার্তা চূড়ান্ত। এখন চুক্তি করা বাকী।’ সাইফুল বারী টিটু এর আগেও একবার চট্টগ্রাম আবাহনীর কোচের দায়িত্ব পালন করেছেন ২০১৭ সালে। ওই বছর তার নেতৃত্বে দলটি ফেডারেশন কাপ রানার্সআপ হয়েছিলো এবং প্রিমিয়ার লিগে হয়েছিল তৃতীয়। তবে লিগের ৩ ম্যাচ বাকি থাকতে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছিলেন। চট্টগ্রাম আবাহনীর এ মৌসুমে কেমন দল করছে জানতে চাইলে সাইফুল বারী টিটু জাগো নিউজকে বলেছেন, ‘ওরা দল আগেই ঠিকঠাক করেছে। আমি যতটুকু খোাঁজ নিয়েছি তাতে দল খারাপ হয়নি। ভালো মানের বিদেশি নিতে পারলে ফলাফল ভালো হবে আশা করছি।’ গত মৌসুমে চট্টগ্রাম আবাহনীর কোচের দায়িত্বে ছিলেন দেশের আরেক অভিজ্ঞ কোচ মারুফুল হক। এবার তিনি শেখ জামালের দায়িত্ব নিচ্ছেন বলে শোনা যাচ্ছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পাঁচ বছর পর চট্টগ্রাম আবাহনীতে ফিরলেন টিটু

আপডেট সময় : ১১:৫১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২

ক্রীড়া ডেস্ক : নতুন ফুটবল মৌসুমে চট্টগ্রাম আবাহনীর দায়িত্ব নিতে যাচ্ছেন দেশের অভিজ্ঞ ও জাতীয় দলের সাবেক কোচ সাইফুল বারী টিটু। চট্টগ্রাম আবাহনীর সঙ্গে মৌখিক কথাবার্তা চূড়ান্ত হয়েছে টিটুর। আগামী দুই-একদিনের মধ্যে কাগজ-কলমের চুক্তিও হয়ে যাবে বলে জানিয়েছেন সাইফুল বারী টিটু, ‘আমার সঙ্গে মৌখিক কথাবার্তা চূড়ান্ত। এখন চুক্তি করা বাকী।’ সাইফুল বারী টিটু এর আগেও একবার চট্টগ্রাম আবাহনীর কোচের দায়িত্ব পালন করেছেন ২০১৭ সালে। ওই বছর তার নেতৃত্বে দলটি ফেডারেশন কাপ রানার্সআপ হয়েছিলো এবং প্রিমিয়ার লিগে হয়েছিল তৃতীয়। তবে লিগের ৩ ম্যাচ বাকি থাকতে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছিলেন। চট্টগ্রাম আবাহনীর এ মৌসুমে কেমন দল করছে জানতে চাইলে সাইফুল বারী টিটু জাগো নিউজকে বলেছেন, ‘ওরা দল আগেই ঠিকঠাক করেছে। আমি যতটুকু খোাঁজ নিয়েছি তাতে দল খারাপ হয়নি। ভালো মানের বিদেশি নিতে পারলে ফলাফল ভালো হবে আশা করছি।’ গত মৌসুমে চট্টগ্রাম আবাহনীর কোচের দায়িত্বে ছিলেন দেশের আরেক অভিজ্ঞ কোচ মারুফুল হক। এবার তিনি শেখ জামালের দায়িত্ব নিচ্ছেন বলে শোনা যাচ্ছে।