এদিকে ঝিনাইদহের শৈলকুপার আলোচিত চরমপন্থি দলের ৫ সদস্য হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদন্ড ও অন্য আসামিদের খালাস দিয়েছে আদালত। গত মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ জাকারিয়া এই রায় দেন। রায় ঘোষণার সময় এজলাসে ৮ আসামি উপস্থিত ছিলেন।
যাবজ্জীবন প্রাপ্ত ২ জন হলো আলী রেজা সিদ্দিকী বুলবুল ওরফে কালু ও মহসীন মোল্লা। আলী রেজা সিদ্দিকী বুলবুল কুষ্টিয়ার ইবি থানার পশ্চিম আব্দালপুর গ্রামের ইসাহাক মাস্টারের ছেলে এবং মহসীন মোল্লা একই থানার পিয়ারপুর গ্রামের ইউসুফ মোল্লার ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ৫ ডিসেম্বর সন্ধ্যায় শৈলকুপা উপজেলার পদমদী গ্রামের দক্ষিণ মাঠে বিক্ষিপ্তভাবে ৫টি মরদেহ পাওয়া যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে তাদের পরিচয় শনাক্ত করে। উদ্ধারকৃত নিহত শহিদ খা, নেওয়াজ শাহ, শরিফুল, ফারুক ও নুর খান সবাই চরমপন্থী দল জাসদ গণবাহিনীর (কালু গ্রুপ) সদস্য ছিলেন। তাদের জবাই ও গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় পরের দিন শৈলকুপা থানার এসআই রফিকুল আলম বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মামলা করেন। পরে ১৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক খন্দকার শফিকুল ইসলাম। আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় আসামি আলী রেজা সিদ্দিকী বুলবুল ওরফে কালু ও মহসীন মোল্লা। রায় ঘোষণার সময় আলী রেজা সিদ্দিকী বুলবুল ওরফে কালু আদালতে অনুপস্থিত ছিলেন।
পাঁচ চরমপন্থি হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড
জনপ্রিয় সংবাদ