ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

পাঁচ কর্মকর্তাকে শুদ্ধাচার পুরস্কার দিল ঢাবি

  • আপডেট সময় : ১০:৪৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
  • ৭১ বার পড়া হয়েছে

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রমে শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে ২০২১-২০২২ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে। সোমবার (১৮ জুলাই) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ পুরস্কার তুলে দেন। একইসঙ্গে ঢাবি-এ অভ্যন্তরীণ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ অর্থ বছরের অভ্যন্তরীণ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে সব অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক ও অফিস প্রধানরা পৃথকভাবে এ চুক্তিতে স্বাক্ষর করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন। রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার স্বাগত বক্তব্য দেন। ডেপুটি রেজিস্ট্রার রাজিব মাহমুদ সামিম পারভেজ অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, অভ্যন্তরীণ বার্ষিক কর্মসম্পাদন চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কর্মকা-ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনেও এ চুক্তি সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, এতে বিশ্ববিদ্যালয়ের অন্য কর্মকর্তা-কর্মচারীরাও অনুপ্রাণিত হবেন। স্বচ্ছ ও জবাবদিহিতামূলক সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তরা হলেন- সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস-এর চিফ সায়েন্টিস্ট ড. গাজী নুরুন নাহার সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের উপ-গ্রন্থাগারিক মো. নোমান হোসেন, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক সরদার মোহাম্মদ আসাদুজ্জামান এবং সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস-এর প্রধান সহকারী হীরু বড়ুয়া ও বার্তাবাহক মো. মুনির হোসেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পাঁচ কর্মকর্তাকে শুদ্ধাচার পুরস্কার দিল ঢাবি

আপডেট সময় : ১০:৪৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রমে শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে ২০২১-২০২২ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে। সোমবার (১৮ জুলাই) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ পুরস্কার তুলে দেন। একইসঙ্গে ঢাবি-এ অভ্যন্তরীণ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ অর্থ বছরের অভ্যন্তরীণ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে সব অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক ও অফিস প্রধানরা পৃথকভাবে এ চুক্তিতে স্বাক্ষর করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন। রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার স্বাগত বক্তব্য দেন। ডেপুটি রেজিস্ট্রার রাজিব মাহমুদ সামিম পারভেজ অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, অভ্যন্তরীণ বার্ষিক কর্মসম্পাদন চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কর্মকা-ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনেও এ চুক্তি সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, এতে বিশ্ববিদ্যালয়ের অন্য কর্মকর্তা-কর্মচারীরাও অনুপ্রাণিত হবেন। স্বচ্ছ ও জবাবদিহিতামূলক সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তরা হলেন- সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস-এর চিফ সায়েন্টিস্ট ড. গাজী নুরুন নাহার সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের উপ-গ্রন্থাগারিক মো. নোমান হোসেন, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক সরদার মোহাম্মদ আসাদুজ্জামান এবং সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস-এর প্রধান সহকারী হীরু বড়ুয়া ও বার্তাবাহক মো. মুনির হোসেন।