ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

পাঁচদিনের রিহ্যাব মেলায় বিক্রি ও বুকিং ৩৯৭ কোটি টাকা

  • আপডেট সময় : ১২:৩৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
  • ৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত রিহ্যাব ফেয়ার-২০২১ ২৭ ডিসেম্বর শেষ হয়েছে। পাঁচ দিনব্যাপী এ মেলায় এবার ৩৯৭ কোটি ৩৮ লাখ টাকার ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক স্পেস বিক্রি এবং বুকিং হয়েছে। এর মধ্যে ফ্ল্যাট বিক্রি ও বুকিং হয়েছে ১৯৮ কোটি টাকার। ১২৫ কোটি টাকার প্লট এবং ৭৪ কোটি ৩৮ লাখ টাকার বাণিজ্যিক স্পেস বুকিং ও বিক্রি হয়েছে। মেলার শেষ দিনে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন (কাজল)।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রিহ্যাব সভাপতি বলেন, এবারের মেলায় ফ্ল্যাট, প্লট এবং বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিংয়ের পাশাপাশি ব্যাংক কমিটমেন্ট এসেছে প্রায় দেড় হাজার কোটি টাকা। মেলায় ক্রেতা-দর্শনার্থী এসেছে ১৯ হাজার ২৩৭ জন। মেলার উদ্দেশ্যের বিষয়টি তুলে ধরে রিহ্যাব সভাপতি বলেন, এখানে যেসব ক্রেতা-দর্শনার্থী এসেছেন তাদের কেউ হয়তো এখন ফ্ল্যাট-প্লট ক্রয় করবেন। কেউ হয়তো পরে। আমাদের আসল উদ্দেশ্য ব্র্যান্ডিং। মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের কাছে তাদের পণ্যের মান সম্পর্কে তুলে ধরেছেন। তারা ক্রেতা-দর্শনার্থীদের নার্সিং করবেন, আর ক্রেতারা যে দেখে গেলেন তা যাচাই-বাছাই করবেন। পরে ফাইনাল সিদ্ধান্ত নেবেন।
গত বছরের সঙ্গে এবারের মেলার তুলনা করতে গিয়ে আলমগীর শামসুল আলামিন (কাজল) বলেন, গতবার ৪৪৭ কোটি টাকার বুকিং হয়েছিল। এবার রড, সিমেন্টসহ আনুষঙ্গিক পণ্যের দাম বাড়ায় ফ্ল্যাটের দাম একটু বেশি। একই সঙ্গে কভিডের কারণে গতবারের চেয়ে এবার ফ্ল্যাট-প্লট বুকিং কম হয়েছে।
২৩ ডিসেম্বর রিহ্যাব ফেয়ার শুরু হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ওইদিন প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রিহ্যাব প্রেসিডেন্টের সভাপতিত্বে অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউক চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নুরী ও এফবিসিসিআই প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। এবারের মেলায় দেড় শতাধিক প্রতিষ্ঠানের মোট ২২০টি স্টল ছিল। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ছাড়াও নির্মাণসামগ্রী ও অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান অংশ নেয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পাঁচদিনের রিহ্যাব মেলায় বিক্রি ও বুকিং ৩৯৭ কোটি টাকা

আপডেট সময় : ১২:৩৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত রিহ্যাব ফেয়ার-২০২১ ২৭ ডিসেম্বর শেষ হয়েছে। পাঁচ দিনব্যাপী এ মেলায় এবার ৩৯৭ কোটি ৩৮ লাখ টাকার ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক স্পেস বিক্রি এবং বুকিং হয়েছে। এর মধ্যে ফ্ল্যাট বিক্রি ও বুকিং হয়েছে ১৯৮ কোটি টাকার। ১২৫ কোটি টাকার প্লট এবং ৭৪ কোটি ৩৮ লাখ টাকার বাণিজ্যিক স্পেস বুকিং ও বিক্রি হয়েছে। মেলার শেষ দিনে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন (কাজল)।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রিহ্যাব সভাপতি বলেন, এবারের মেলায় ফ্ল্যাট, প্লট এবং বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিংয়ের পাশাপাশি ব্যাংক কমিটমেন্ট এসেছে প্রায় দেড় হাজার কোটি টাকা। মেলায় ক্রেতা-দর্শনার্থী এসেছে ১৯ হাজার ২৩৭ জন। মেলার উদ্দেশ্যের বিষয়টি তুলে ধরে রিহ্যাব সভাপতি বলেন, এখানে যেসব ক্রেতা-দর্শনার্থী এসেছেন তাদের কেউ হয়তো এখন ফ্ল্যাট-প্লট ক্রয় করবেন। কেউ হয়তো পরে। আমাদের আসল উদ্দেশ্য ব্র্যান্ডিং। মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের কাছে তাদের পণ্যের মান সম্পর্কে তুলে ধরেছেন। তারা ক্রেতা-দর্শনার্থীদের নার্সিং করবেন, আর ক্রেতারা যে দেখে গেলেন তা যাচাই-বাছাই করবেন। পরে ফাইনাল সিদ্ধান্ত নেবেন।
গত বছরের সঙ্গে এবারের মেলার তুলনা করতে গিয়ে আলমগীর শামসুল আলামিন (কাজল) বলেন, গতবার ৪৪৭ কোটি টাকার বুকিং হয়েছিল। এবার রড, সিমেন্টসহ আনুষঙ্গিক পণ্যের দাম বাড়ায় ফ্ল্যাটের দাম একটু বেশি। একই সঙ্গে কভিডের কারণে গতবারের চেয়ে এবার ফ্ল্যাট-প্লট বুকিং কম হয়েছে।
২৩ ডিসেম্বর রিহ্যাব ফেয়ার শুরু হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ওইদিন প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রিহ্যাব প্রেসিডেন্টের সভাপতিত্বে অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউক চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নুরী ও এফবিসিসিআই প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। এবারের মেলায় দেড় শতাধিক প্রতিষ্ঠানের মোট ২২০টি স্টল ছিল। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ছাড়াও নির্মাণসামগ্রী ও অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান অংশ নেয়।