ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫

পাঁচটি মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত ও একটির অনুমোদন বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট সময় : ০২:৩১:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
  • ৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আইন ও নীতিমালা অনুসারে মানসম্পন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা না করায় দেশের পাঁচটি মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত ও একটির অনুমোদন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জাতীয় সংসদে গতকাল রোববার জাতীয় পার্টির সংসদ সদস্য মসিউর রহমানের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে সেনাবাহিনী পরিচালিত পাঁচটিসহ বর্তমানে ৭৬টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। যে পাঁচটি মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত করা হয়েছে সেগুলো হলো নাইটিংগেল মেডিকেল কলেজ, নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, আইচি মেডিকেল কলেজ, নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ (রংপুর) ও শাহ মখদুম মেডিকেল কলেজ (রাজশাহী)। যে পাঁচটি কলেজের কার্যক্রম স্থগিত করা হয়েছে সেগুলো হলো নাইটিংগেল মেডিকেল কলেজ, নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, আইচি মেডিকেল কলেজ, নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ (রংপুর) ও শাহ মখদুম মেডিকেল কলেজ (রাজশাহী)।
এদিকে সরকারি দলের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান, দেশের প্রথম ও একমাত্র গভীর সমুদ্রবন্দর স্থাপনের জন্য ১৭ হাজার ৭৭৭ কোটি ২০ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রকল্পের অগ্রগতির তথ্য তুলে ধরে তিনি বলেন, ২০২৬ সালে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের অপারেশনাল কার্যক্রম চালু করা যাবে। এ ছাড়া বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমানের প্রশ্নের জবাবে নৌ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) আওতায় সমুদ্রগামী জাহাজ আটটি। এগুলোর মধ্যে বর্তমানে ছয়টি আন্তর্জাতিক রুটে চলাচল করে; যেগুলো জিটুজি ভিত্তিতে চীন সরকারের আর্থিক সহায়তায় ২০১৮-১৯ অর্থবছরে বিএসসির বহরে যুক্ত হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচটি মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত ও একটির অনুমোদন বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০২:৩১:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক : আইন ও নীতিমালা অনুসারে মানসম্পন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা না করায় দেশের পাঁচটি মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত ও একটির অনুমোদন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জাতীয় সংসদে গতকাল রোববার জাতীয় পার্টির সংসদ সদস্য মসিউর রহমানের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে সেনাবাহিনী পরিচালিত পাঁচটিসহ বর্তমানে ৭৬টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। যে পাঁচটি মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত করা হয়েছে সেগুলো হলো নাইটিংগেল মেডিকেল কলেজ, নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, আইচি মেডিকেল কলেজ, নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ (রংপুর) ও শাহ মখদুম মেডিকেল কলেজ (রাজশাহী)। যে পাঁচটি কলেজের কার্যক্রম স্থগিত করা হয়েছে সেগুলো হলো নাইটিংগেল মেডিকেল কলেজ, নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, আইচি মেডিকেল কলেজ, নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ (রংপুর) ও শাহ মখদুম মেডিকেল কলেজ (রাজশাহী)।
এদিকে সরকারি দলের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান, দেশের প্রথম ও একমাত্র গভীর সমুদ্রবন্দর স্থাপনের জন্য ১৭ হাজার ৭৭৭ কোটি ২০ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রকল্পের অগ্রগতির তথ্য তুলে ধরে তিনি বলেন, ২০২৬ সালে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের অপারেশনাল কার্যক্রম চালু করা যাবে। এ ছাড়া বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমানের প্রশ্নের জবাবে নৌ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) আওতায় সমুদ্রগামী জাহাজ আটটি। এগুলোর মধ্যে বর্তমানে ছয়টি আন্তর্জাতিক রুটে চলাচল করে; যেগুলো জিটুজি ভিত্তিতে চীন সরকারের আর্থিক সহায়তায় ২০১৮-১৯ অর্থবছরে বিএসসির বহরে যুক্ত হয়।