ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

  • আপডেট সময় : ০২:০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে ইসরায়েলের সামরিক বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জেনিন অধিবাসীদের সঙ্গে যখন ইসরায়েলি বাহিনী সংঘর্ষে লিপ্ত হয় তখন ফিলিস্তিনিদের দিকে গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, জেনিন ক্যাম্পে ইসরায়েলি সেনাবাহিনীর ব্যাপক হামলায় দুই ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৭ বছর বয়সী সানাদ আবু আতিয়েহ ও ২৩ বছর বয়সী ইয়াজিদ আল-সাদি রয়েছেন বলেও জানানো হয়। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ইসরায়েলি সেনার গুলিতে অন্তত ১৪ ফিলিস্তিনি আহত হয়েছেন যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। অন্যদিকে জেনিন সরকারি হাসপাতালের কাছে কাঁদানে গ্যাস নিক্ষেপ করার ফলে হাসপাতালের জরুরি বিভাগ গ্যাসে ভরে যায়। এসময় সেখানে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে ইসরায়েলের তেল আবিবে বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচজন নিহত হয়। স্থানীয় সময় মঙ্গলবার (২৯ মার্চ) তেল আবিবের পূর্বে বেনি ব্র্যাকে হামলার ওই ঘটনা ঘটে। সম্প্রতি ইসরায়েলে বন্দুকধারীদের হামলা বেড়ে গেছে। দেশটির উত্তরাঞ্চলের একটি শহরে বন্দুকধারীদের হামলায় দুইজন নিহত হন স্থানীয় সময় রোববার (২৮মার্চ)। দেশটির পুলিশ জানায়, ওই হামলাকারীদের মধ্যে একজন ছিলেন আরব-ইসরায়েলের নাগরিক।
সূত্র: আল-জাজিরা, পার্সটুডে

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আবু সাঈদের নৃশংস হত্যাকাণ্ডে গণঅভ্যুত্থানের সূচনা

পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

আপডেট সময় : ০২:০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে ইসরায়েলের সামরিক বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জেনিন অধিবাসীদের সঙ্গে যখন ইসরায়েলি বাহিনী সংঘর্ষে লিপ্ত হয় তখন ফিলিস্তিনিদের দিকে গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, জেনিন ক্যাম্পে ইসরায়েলি সেনাবাহিনীর ব্যাপক হামলায় দুই ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৭ বছর বয়সী সানাদ আবু আতিয়েহ ও ২৩ বছর বয়সী ইয়াজিদ আল-সাদি রয়েছেন বলেও জানানো হয়। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ইসরায়েলি সেনার গুলিতে অন্তত ১৪ ফিলিস্তিনি আহত হয়েছেন যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। অন্যদিকে জেনিন সরকারি হাসপাতালের কাছে কাঁদানে গ্যাস নিক্ষেপ করার ফলে হাসপাতালের জরুরি বিভাগ গ্যাসে ভরে যায়। এসময় সেখানে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে ইসরায়েলের তেল আবিবে বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচজন নিহত হয়। স্থানীয় সময় মঙ্গলবার (২৯ মার্চ) তেল আবিবের পূর্বে বেনি ব্র্যাকে হামলার ওই ঘটনা ঘটে। সম্প্রতি ইসরায়েলে বন্দুকধারীদের হামলা বেড়ে গেছে। দেশটির উত্তরাঞ্চলের একটি শহরে বন্দুকধারীদের হামলায় দুইজন নিহত হন স্থানীয় সময় রোববার (২৮মার্চ)। দেশটির পুলিশ জানায়, ওই হামলাকারীদের মধ্যে একজন ছিলেন আরব-ইসরায়েলের নাগরিক।
সূত্র: আল-জাজিরা, পার্সটুডে