ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

পশ্চিম তীরে ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করলো ইসরায়েল

  • আপডেট সময় : ০২:২৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২
  • ১১৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম তীরের উত্তরাঞ্চলের জেনিন শরণার্থী শিবিরে অভিযানের সময় এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গত সোমবার (০১ আগস্ট) রাতে নিহত ওই কিশোরের নাম দিরার আল কাফরিনি, বয়স ১৭ বছর। ইসরায়েলি সেনাবাহিনী এবং ফিলিস্তিনিদের মধ্যকার সংঘাতের সময় ওই কিশোর নিহত হয়। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আল কাফরিনিকে যখন জেনিনের হাসপাতালে নিয়ে আসা হয় ততক্ষণে সে মারা গেছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও এক ফিলিস্তিনি আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা সংকটজনক নয় বলে জানানো হয়। নিহত হওয়ার পর জেনিন শিবিরের রাস্তায় আল কাফরিনির জানাজা পড়ানো হয়। পশ্চিম তীরে অভিযান চালানোর সময় প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ মুভমেন্টের (পিআইজে) শীর্ষ নেতা বাসাম আল সাদিকে গ্রেফতার করা হয়েছে। তার জামাতা আশরাফ আল-জাদাকেও গ্রেফতার করা হয়েছে। গত ১১ মে আল জাজিরার খ্যাতনামা সাংবাদিক শিরিন আবু আলেহকে (৫১) গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। জেনিন শহরে সংবাদ সংগ্রহের সময় নিহত হন তিনি। এদিকে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৬০ জন ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছে। এর মধ্যে এক তৃতীয়াংশই জেনিন শহরের।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

পশ্চিম তীরে ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করলো ইসরায়েল

আপডেট সময় : ০২:২৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম তীরের উত্তরাঞ্চলের জেনিন শরণার্থী শিবিরে অভিযানের সময় এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গত সোমবার (০১ আগস্ট) রাতে নিহত ওই কিশোরের নাম দিরার আল কাফরিনি, বয়স ১৭ বছর। ইসরায়েলি সেনাবাহিনী এবং ফিলিস্তিনিদের মধ্যকার সংঘাতের সময় ওই কিশোর নিহত হয়। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আল কাফরিনিকে যখন জেনিনের হাসপাতালে নিয়ে আসা হয় ততক্ষণে সে মারা গেছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও এক ফিলিস্তিনি আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা সংকটজনক নয় বলে জানানো হয়। নিহত হওয়ার পর জেনিন শিবিরের রাস্তায় আল কাফরিনির জানাজা পড়ানো হয়। পশ্চিম তীরে অভিযান চালানোর সময় প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ মুভমেন্টের (পিআইজে) শীর্ষ নেতা বাসাম আল সাদিকে গ্রেফতার করা হয়েছে। তার জামাতা আশরাফ আল-জাদাকেও গ্রেফতার করা হয়েছে। গত ১১ মে আল জাজিরার খ্যাতনামা সাংবাদিক শিরিন আবু আলেহকে (৫১) গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। জেনিন শহরে সংবাদ সংগ্রহের সময় নিহত হন তিনি। এদিকে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৬০ জন ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছে। এর মধ্যে এক তৃতীয়াংশই জেনিন শহরের।