ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ মার্চ ২০২৫

পশ্চিম তীরে আবারও ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি নিহত

  • আপডেট সময় : ১১:৫৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
  • ৬৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি কিশোরের প্রাণ গেছে। অবৈধ ইহুদি বসতি গড়ার প্রতিবাদে বিক্ষোভ করায় ১৫ বছর বয়সী কিশোর মোহাম্মদ হামায়েলকে হত্যা করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, ইহুদি দখলদারিত্বের বিরুদ্ধে গত শুক্রবার পশ্চিম তীরের বেইতা গ্রামে মিছিল বের করে ফিলিস্তিনিরা। আন্দোলন প্রতিহত করতে গুলি ছুড়ে ইসরায়েলি বাহিনী। এতে ঘটনাস্থলেই মারা যায় কিশোর হামায়েল।
ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে আন্দোলন করায় তাকে প্রাণ হারাতে হয়েছে। গুলিবিদ্ধ হয়ে আরও ৬ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
এ ঘটনায় ইসরায়েলি বাহিনী কোন প্রতিক্রিয়া জানায়নি। এই এলাকায় ১৭টি পরিবারের শতাধিক ফিলিস্তিনি ঝুঁকির মুখে পড়েছে। তারা বহু বছর ধরে পশ্চিম তীরে জলপাই চাষের ওপর নির্ভরশীল। বর্তমানে ইসরায়েলের দখলের ঝুঁকিতে তারা।
এদিকে, বৃহস্পতিবারও দখলকৃত পশ্চিম তীরে ‘গোপন অভিযান’ চালায় ইসরায়েলি বাহিনী। এতে গুলিবিদ্ধ হয়ে ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) দুই গোয়েন্দা কর্মকর্তাসহ প্রাণ হারান তিন ফিলিস্তিনি। পশ্চিম তীরের জেনিন শহরে এই অভিযান চালায় ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তারা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

পশ্চিম তীরে আবারও ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি নিহত

আপডেট সময় : ১১:৫৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি কিশোরের প্রাণ গেছে। অবৈধ ইহুদি বসতি গড়ার প্রতিবাদে বিক্ষোভ করায় ১৫ বছর বয়সী কিশোর মোহাম্মদ হামায়েলকে হত্যা করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, ইহুদি দখলদারিত্বের বিরুদ্ধে গত শুক্রবার পশ্চিম তীরের বেইতা গ্রামে মিছিল বের করে ফিলিস্তিনিরা। আন্দোলন প্রতিহত করতে গুলি ছুড়ে ইসরায়েলি বাহিনী। এতে ঘটনাস্থলেই মারা যায় কিশোর হামায়েল।
ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে আন্দোলন করায় তাকে প্রাণ হারাতে হয়েছে। গুলিবিদ্ধ হয়ে আরও ৬ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
এ ঘটনায় ইসরায়েলি বাহিনী কোন প্রতিক্রিয়া জানায়নি। এই এলাকায় ১৭টি পরিবারের শতাধিক ফিলিস্তিনি ঝুঁকির মুখে পড়েছে। তারা বহু বছর ধরে পশ্চিম তীরে জলপাই চাষের ওপর নির্ভরশীল। বর্তমানে ইসরায়েলের দখলের ঝুঁকিতে তারা।
এদিকে, বৃহস্পতিবারও দখলকৃত পশ্চিম তীরে ‘গোপন অভিযান’ চালায় ইসরায়েলি বাহিনী। এতে গুলিবিদ্ধ হয়ে ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) দুই গোয়েন্দা কর্মকর্তাসহ প্রাণ হারান তিন ফিলিস্তিনি। পশ্চিম তীরের জেনিন শহরে এই অভিযান চালায় ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তারা।