ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

পশ্চিমা চাপ সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে ভারত : তেলমন্ত্রী

  • আপডেট সময় : ১২:৪৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তেল মন্ত্রী হার্দিপ সিং পুরি বলেছেন, পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে চাপ বৃদ্ধি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে দিল্লি। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। হার্দিপ সিং বলেন, এটি জ্বালানি নিরাপত্তার প্রশ্ন, ভারত প্রতিদিন ৫০ লাখ ব্যারেল তেল ব্যবহার করে। এই বিপুল পরিমাণ তেলের যোগান অবশ্যই নিশ্চিত থাকতে হবে। ভারতের মন্ত্রীকে জিজ্ঞেস করা হয় যে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের মধ্যে রাশিয়া থেকে তেল কেনার ব্যাপারে তিনি কোনো নৈতিক দ্বন্দ্ব অনুভব করেন কিনা। জবাবে ভারতের তেল মন্ত্রী সুস্পষ্ট করে বলেন, “না, এ ব্যাপারে কোন দ্বন্দ্ব নেই। আমার ভোক্তাদের প্রতি আমার বরং নৈতিক দায়িত্ব রয়েছে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো সরকার কি চাইতে পারে যে তার দেশের পেট্রোল পাম্পগুলো তেলহীন হয়ে পড়ুক? ভারতের আশপাশের দেশগুলোতে তাকিয়ে দেখুন সেসব দেশে কি হচ্ছে।” ভারতের তেলমন্ত্রী আরও বলেন, ইউরোপের দেশগুলো রাশিয়া থেকে তেল কিনছে ফলে ভারতের বিচার করার কোনো নৈতিক অধিকার তাদের নেই। তিনি বলেন, “ভারত তিন মাসে যে তেল কেনে ইউরোপ এক বিকেলে সেই তেল কেনে। আমি আশ্চর্য হচ্ছি যে, তারা এত বেশি তেল কেনা সত্ত্বেও তাদের ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো শর্ত নেই।” রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরু করার পর দেশটির উপর আমেরিকাসহ পশ্চিমা বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর রাশিয়া কম মূল্যে তেল বিক্রির ঘোষণা দেয়। এই সুযোগ নিয়ে ভারত গত কয়েক মাস ধরে রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কিনছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতা অর্জনে তার ত্যাগকে স্বীকার করি

পশ্চিমা চাপ সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে ভারত : তেলমন্ত্রী

আপডেট সময় : ১২:৪৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তেল মন্ত্রী হার্দিপ সিং পুরি বলেছেন, পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে চাপ বৃদ্ধি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে দিল্লি। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। হার্দিপ সিং বলেন, এটি জ্বালানি নিরাপত্তার প্রশ্ন, ভারত প্রতিদিন ৫০ লাখ ব্যারেল তেল ব্যবহার করে। এই বিপুল পরিমাণ তেলের যোগান অবশ্যই নিশ্চিত থাকতে হবে। ভারতের মন্ত্রীকে জিজ্ঞেস করা হয় যে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের মধ্যে রাশিয়া থেকে তেল কেনার ব্যাপারে তিনি কোনো নৈতিক দ্বন্দ্ব অনুভব করেন কিনা। জবাবে ভারতের তেল মন্ত্রী সুস্পষ্ট করে বলেন, “না, এ ব্যাপারে কোন দ্বন্দ্ব নেই। আমার ভোক্তাদের প্রতি আমার বরং নৈতিক দায়িত্ব রয়েছে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো সরকার কি চাইতে পারে যে তার দেশের পেট্রোল পাম্পগুলো তেলহীন হয়ে পড়ুক? ভারতের আশপাশের দেশগুলোতে তাকিয়ে দেখুন সেসব দেশে কি হচ্ছে।” ভারতের তেলমন্ত্রী আরও বলেন, ইউরোপের দেশগুলো রাশিয়া থেকে তেল কিনছে ফলে ভারতের বিচার করার কোনো নৈতিক অধিকার তাদের নেই। তিনি বলেন, “ভারত তিন মাসে যে তেল কেনে ইউরোপ এক বিকেলে সেই তেল কেনে। আমি আশ্চর্য হচ্ছি যে, তারা এত বেশি তেল কেনা সত্ত্বেও তাদের ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো শর্ত নেই।” রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরু করার পর দেশটির উপর আমেরিকাসহ পশ্চিমা বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর রাশিয়া কম মূল্যে তেল বিক্রির ঘোষণা দেয়। এই সুযোগ নিয়ে ভারত গত কয়েক মাস ধরে রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কিনছে।