ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

পশ্চিমাদের বিরুদ্ধে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বড় অভিযোগ

  • আপডেট সময় : ০২:১৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
  • ১১৯ বার পড়া হয়েছে

ডেইলি মেইল : পশ্চিমাদের বিরুদ্ধে বেশ বড়সড় অভিযোগ এনেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, চীন-রাশিয়াকে চাপে রাখতে দক্ষিণ-পূর্ব এশিয়াকে সামরিকীকরণ করতে চাইছে পশ্চিমারা। ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, কম্বোডিয়ার রাজধানী নম পেনে দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের সমাপনী সংবাদ সম্মেলনে গতকাল রোববার পশ্চিমাদের বিরুদ্ধে এমন অভিযোগ তোলেন ল্যাভরভ।
এশিয়ায় পশ্চিমাদের অস্ত্র আর সামরিক অবস্থান পর্যবেক্ষণের পর দক্ষিণ-পূর্ব এশিয়াকে পশ্চিমারা সামরিকীকরণ করতে চাইছে বলে অভিযোগ করেন তিনি।
রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো মিত্ররা এ অঞ্চলের মহাকাশ নিজেদের আয়ত্বে নিতে চাইছে। চীন ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রাশিয়ার স্বার্থের লাগাম টানতে তাদের অবস্থান স্পষ্ট। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের কর্মকা-ের জন্য তিরস্কারও করেন তিনি। ল্যাভরভের এমন মন্তব্যে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেয়নি পশ্চিমারা। তবে ধারণা করা হচ্ছে ইন্দোনেশিয়ার বালিতে আগামী সপ্তাহে জি-২০ সম্মেলনে রাশিয়ার সঙ্গে পশ্চিমা নেতাদের উত্তপ্ত বাক্যবিনিময় হতে পারে। এ সম্মেলনেও রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন ল্যাভরভ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

পশ্চিমাদের বিরুদ্ধে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বড় অভিযোগ

আপডেট সময় : ০২:১৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২

ডেইলি মেইল : পশ্চিমাদের বিরুদ্ধে বেশ বড়সড় অভিযোগ এনেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, চীন-রাশিয়াকে চাপে রাখতে দক্ষিণ-পূর্ব এশিয়াকে সামরিকীকরণ করতে চাইছে পশ্চিমারা। ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, কম্বোডিয়ার রাজধানী নম পেনে দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের সমাপনী সংবাদ সম্মেলনে গতকাল রোববার পশ্চিমাদের বিরুদ্ধে এমন অভিযোগ তোলেন ল্যাভরভ।
এশিয়ায় পশ্চিমাদের অস্ত্র আর সামরিক অবস্থান পর্যবেক্ষণের পর দক্ষিণ-পূর্ব এশিয়াকে পশ্চিমারা সামরিকীকরণ করতে চাইছে বলে অভিযোগ করেন তিনি।
রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো মিত্ররা এ অঞ্চলের মহাকাশ নিজেদের আয়ত্বে নিতে চাইছে। চীন ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রাশিয়ার স্বার্থের লাগাম টানতে তাদের অবস্থান স্পষ্ট। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের কর্মকা-ের জন্য তিরস্কারও করেন তিনি। ল্যাভরভের এমন মন্তব্যে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেয়নি পশ্চিমারা। তবে ধারণা করা হচ্ছে ইন্দোনেশিয়ার বালিতে আগামী সপ্তাহে জি-২০ সম্মেলনে রাশিয়ার সঙ্গে পশ্চিমা নেতাদের উত্তপ্ত বাক্যবিনিময় হতে পারে। এ সম্মেলনেও রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন ল্যাভরভ।