ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫

পশ্চিমাদের দাস নয় পাকিস্তান : ইমরান

  • আপডেট সময় : ০১:২৩:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রুশ সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় পাকিস্তানকে নিন্দা জানানোর আহ্বান জানায় ইসলামাবাদে নিযুক্ত পশ্চিমা দূতেরা। এ বিবৃতির কড়া সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।তিনি বলেন,‘তারা (পশ্চিমারা) কি ভাবেন, আমরা তাদের দাস?’ রয়টার্স জানায়, গত ১ মার্চ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সদস্যদেশগুলোসহ ২২টি কূটনীতিক মিশন একটি যৌথ বিবৃতি দেয়। ওই বিবৃতিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রতিবাদে জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে একটি নিন্দা প্রস্তাবে পাকিস্তানকে সমর্থন দেওয়ার আহ্বান জানান পশ্চিমা দেশগুলোর কূটনীতিকেরা। পশ্চিমা দেশগুলোর কূটনীতিকদের প্রকাশ্যে এ রকম একটি যৌথ বিবৃতির ঘটনা সচরাচর দেখা যায় না বলে মত রয়টার্স। রবিবার ইমরান খান এক রাজনৈতিক সমাবেশে বলেন,‘আপনারা আমাদের কী ভাবেন? আমরা কি আপনাদের দাস যে আপনার যা করতে বলবেন, আমরা তা-ই করব।’ গত ২৫ ফেব্রুয়ারি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুশ হামলার সমালোচনায় একটি খসড়া প্রস্তাব তোলা হয়। প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত ছিল ভারত।
ওই প্রসঙ্গ টেনে ইমরান বলেন,‘আমি ইইউ দূতদের জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি ভারতেও এমন বিবৃতি দিতে পারবেন।’ পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীর উপত্যকায় ভারত যা করে আসছে, তার জন্য তো ইউরোপীয় দেশগুলো নিন্দা জানায় না। ইমরান বলেন, ‘আফগানিস্তানে পশ্চিমা জোট ন্যাটোকে সমর্থন দেওয়ার ফলে পাকিস্তান ভুক্তভোগী হলেও কৃতজ্ঞতার পরিবর্তে আমাদের সমালোচিত হতে হয়েছে।’ ইউক্রেন ইস্যুতে পাকিস্তানের নিরপেক্ষ অবস্থানে থাকবে বলে জানান ইমরান। যারা ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধ বন্ধে কাজ করবে, তাদের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। ইমরান খান বলেন, ‘রাশিয়া যেমন আমাদের বন্ধু, তেমনি যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীনও আমাদের বন্ধু। আমরা এ ক্ষেত্রে কারও পক্ষ নেব না।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমাদের দাস নয় পাকিস্তান : ইমরান

আপডেট সময় : ০১:২৩:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রুশ সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় পাকিস্তানকে নিন্দা জানানোর আহ্বান জানায় ইসলামাবাদে নিযুক্ত পশ্চিমা দূতেরা। এ বিবৃতির কড়া সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।তিনি বলেন,‘তারা (পশ্চিমারা) কি ভাবেন, আমরা তাদের দাস?’ রয়টার্স জানায়, গত ১ মার্চ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সদস্যদেশগুলোসহ ২২টি কূটনীতিক মিশন একটি যৌথ বিবৃতি দেয়। ওই বিবৃতিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রতিবাদে জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে একটি নিন্দা প্রস্তাবে পাকিস্তানকে সমর্থন দেওয়ার আহ্বান জানান পশ্চিমা দেশগুলোর কূটনীতিকেরা। পশ্চিমা দেশগুলোর কূটনীতিকদের প্রকাশ্যে এ রকম একটি যৌথ বিবৃতির ঘটনা সচরাচর দেখা যায় না বলে মত রয়টার্স। রবিবার ইমরান খান এক রাজনৈতিক সমাবেশে বলেন,‘আপনারা আমাদের কী ভাবেন? আমরা কি আপনাদের দাস যে আপনার যা করতে বলবেন, আমরা তা-ই করব।’ গত ২৫ ফেব্রুয়ারি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুশ হামলার সমালোচনায় একটি খসড়া প্রস্তাব তোলা হয়। প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত ছিল ভারত।
ওই প্রসঙ্গ টেনে ইমরান বলেন,‘আমি ইইউ দূতদের জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি ভারতেও এমন বিবৃতি দিতে পারবেন।’ পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীর উপত্যকায় ভারত যা করে আসছে, তার জন্য তো ইউরোপীয় দেশগুলো নিন্দা জানায় না। ইমরান বলেন, ‘আফগানিস্তানে পশ্চিমা জোট ন্যাটোকে সমর্থন দেওয়ার ফলে পাকিস্তান ভুক্তভোগী হলেও কৃতজ্ঞতার পরিবর্তে আমাদের সমালোচিত হতে হয়েছে।’ ইউক্রেন ইস্যুতে পাকিস্তানের নিরপেক্ষ অবস্থানে থাকবে বলে জানান ইমরান। যারা ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধ বন্ধে কাজ করবে, তাদের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। ইমরান খান বলেন, ‘রাশিয়া যেমন আমাদের বন্ধু, তেমনি যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীনও আমাদের বন্ধু। আমরা এ ক্ষেত্রে কারও পক্ষ নেব না।’