আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ৪৫তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বৃহস্পতিবার (৩ মার্চ) থেকে দুদিনব্যাপী বাংলাদেশ দিবস উদযাপন শুরু হয়ে শেষ হয়েছে গতকাল শুক্রবার।
পশ্চিমবঙ্গ বইমেলায় ‘বাংলাদেশ দিবস’-এর দ্বিতীয় দিনে শুক্রবার (৪ মার্চ) কবি কামাল চৌধুরীর ‘শ্রেষ্ঠ কবিতা’, ইংরেজি অনুবাদ ‘টুঙ্গিপাড়ার গ্রাম থেকে’ ও ‘শান্তিনিকেতন বাংলাদেশ ভবন’সহ বেশ কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বইগুলোর মোড়ক উন্মোচন করেন।
বইমেলা প্রাঙ্গণে এসবিআই অডিটোরিয়ামে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিষয়ক একাধিক সেমিনার অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গের লেখক, পাঠক ও প্রকাশকসহ নানা শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন।
বই প্রকাশ অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্য আরমা দত্ত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মশিউর রহমান, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান ও শিক্ষাবিদ পবিত্র সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত চলা এ বছরের কলকাতা আন্তর্জাতিক বইমেলা বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করা হয়েছে। থিম কান্ট্রি করা হয়েছে বাংলাদেশকে।
পশ্চিমবঙ্গ বইমেলায় ‘বাংলাদেশ দিবস’ উদযাপন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ