ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

পশ্চিমবঙ্গে মুড়িগঙ্গা নদীতে ডুবছে বাংলাদেশি বার্জ

  • আপডেট সময় : ০৭:৪০:২৫ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : ২ হাজার ৫০০ টন ফ্লাই অ্যাশবাহী বাংলাদেশি কার্গো বার্জটি ভারতের পশ্চিমবঙ্গের মুড়িগঙ্গা নদীতে ডুবে যাচ্ছে। সংবাদমাধ্যম টেলিগ্রাম ইন্ডিয়া শনিবার (১৫ ফেব্রুয়ারি) জানিয়েছে, বার্জে থাকা ফ্লাই অ্যাশ উত্তর২৪ পরগণার ঘোড়ামারা দ্বীপের প্রাকৃতিক পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, ‘সি ওয়ার্ল্ড’ নামের বার্জটি গত বৃহস্পতিবার নদীর পাড়ে ধাক্কা খায়। এরপর এটিতে ফাটল দেখা দেয়। ওই ফাটলটি আরও প্রশস্ত হচ্ছে। এতে করে এটি পুরোপুরি ডুবে যাওয়ার ঝুঁকিতে পড়েছে। বার্জটি উত্তর২৪ পরগণার বাজ বাজ থেকে চট্টগ্রামের একটি বন্দরে আসছিল। পানি বাড়ার কারণে এটি অল্প সময়ের মধ্যে ডুবে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেছেন, “ফ্ল্যাই অ্যাশ ইতিমধ্যে নদীর পানিতে মেশা শুরু করেছে।

যা তীব্র দুষণ সৃষ্টি করছে। জেলেরা আশঙ্কা করছেন এসব ফ্লাই অ্যাশ পানিতে মিশে অসংখ্য মাছ মেরে ফেলবে। যা তাদের জীবনযাত্রাকে আরও ঝুঁকিতে ফেলবে।” ঝুঁকির কথা মাথায় রেখে বিভাগীয় প্রশাসন কলকাতা বন্দর কর্তৃপক্ষকে সতর্ক করেছে। এছাড়া ভারতীয় বার্জ অ্যাসোসিয়েশনকে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে। সুন্দরবনের সাগর থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। তারা কাছ থেকে বিষয়টি পর্যবেক্ষণ করছে। যেখানে বার্জটি ডুবে যাচ্ছে, সেই জায়গাটি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাকৃতিক পরিবেশের যেন আর কোনো ক্ষতি না হয় সেই চেষ্টা এখন তারা চালাচ্ছে। বার্জটিতে থাকা ১২ বাংলাদেশি নাবিককে উদ্ধার করে একটি সাইক্লোন সেন্টারে রাখা হয়েছে বলে জানিয়েছে টেলিগ্রাফ ইন্ডিয়া।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

পশ্চিমবঙ্গে মুড়িগঙ্গা নদীতে ডুবছে বাংলাদেশি বার্জ

আপডেট সময় : ০৭:৪০:২৫ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

বিদেশের খবর ডেস্ক : ২ হাজার ৫০০ টন ফ্লাই অ্যাশবাহী বাংলাদেশি কার্গো বার্জটি ভারতের পশ্চিমবঙ্গের মুড়িগঙ্গা নদীতে ডুবে যাচ্ছে। সংবাদমাধ্যম টেলিগ্রাম ইন্ডিয়া শনিবার (১৫ ফেব্রুয়ারি) জানিয়েছে, বার্জে থাকা ফ্লাই অ্যাশ উত্তর২৪ পরগণার ঘোড়ামারা দ্বীপের প্রাকৃতিক পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, ‘সি ওয়ার্ল্ড’ নামের বার্জটি গত বৃহস্পতিবার নদীর পাড়ে ধাক্কা খায়। এরপর এটিতে ফাটল দেখা দেয়। ওই ফাটলটি আরও প্রশস্ত হচ্ছে। এতে করে এটি পুরোপুরি ডুবে যাওয়ার ঝুঁকিতে পড়েছে। বার্জটি উত্তর২৪ পরগণার বাজ বাজ থেকে চট্টগ্রামের একটি বন্দরে আসছিল। পানি বাড়ার কারণে এটি অল্প সময়ের মধ্যে ডুবে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেছেন, “ফ্ল্যাই অ্যাশ ইতিমধ্যে নদীর পানিতে মেশা শুরু করেছে।

যা তীব্র দুষণ সৃষ্টি করছে। জেলেরা আশঙ্কা করছেন এসব ফ্লাই অ্যাশ পানিতে মিশে অসংখ্য মাছ মেরে ফেলবে। যা তাদের জীবনযাত্রাকে আরও ঝুঁকিতে ফেলবে।” ঝুঁকির কথা মাথায় রেখে বিভাগীয় প্রশাসন কলকাতা বন্দর কর্তৃপক্ষকে সতর্ক করেছে। এছাড়া ভারতীয় বার্জ অ্যাসোসিয়েশনকে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে। সুন্দরবনের সাগর থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। তারা কাছ থেকে বিষয়টি পর্যবেক্ষণ করছে। যেখানে বার্জটি ডুবে যাচ্ছে, সেই জায়গাটি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাকৃতিক পরিবেশের যেন আর কোনো ক্ষতি না হয় সেই চেষ্টা এখন তারা চালাচ্ছে। বার্জটিতে থাকা ১২ বাংলাদেশি নাবিককে উদ্ধার করে একটি সাইক্লোন সেন্টারে রাখা হয়েছে বলে জানিয়েছে টেলিগ্রাফ ইন্ডিয়া।