ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

পশ্চিমবঙ্গে পি কে হালদারসহ ৬ জন বিচার বিভাগীয় রিমান্ডে

  • আপডেট সময় : ০৯:০৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : প্রশান্ত কুমার হালদারসহ (পি কে হালদার) মোট ছয়জনকে বিচার বিভাগীয় রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতার নগর দায়রা আদালত। গতকাল শুক্রবার পি কে হালদারসহ ছয়জনকে আদালতে হাজির করা হলে আগামী ৭ জুন পর্যন্ত তাঁদের এ রিমান্ডের আদেশ দেন বিচারপতি সৌভিক ঘোষ।
সাড়ে তিন হাজার কোটি টাকার বেশি আত্মসাৎ করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া পি কে হালদার ১৪ মে কলকাতায় গ্রেপ্তার হন। পি কে হালদারসহ ছয়জনকে ওই দিন গ্রেপ্তার করে ভারতের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এরপর দুই দফায় তাঁদের মোট ১৪ দিনের জন্য রিমান্ডে নেয় ইডি। এক নারীসহ মোট পাঁচজনের বিরুদ্ধে হাওয়ালা পদ্ধতিতে বাংলাদেশ থেকে ভারতে টাকা ঢোকানোর অভিযোগে ২০০২ সালের আইনে মামলা করা হয়। পি কে হালদার ও তাঁর সহযোগীরা পশ্চিমবঙ্গে বিভিন্ন ব্যবসা ও সম্পত্তিতে এসব অর্থ বিনিয়োগ করেন।
গতকাল শুক্রবার ইডির তরফে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে (জেল হেফাজত) দেওয়ার আবেদন জানানো হয়। আদালত ৭ জুন পর্যন্ত হেফাজত মঞ্জুর করেন। এত দিন ইডির হেফাজতে ছিলেন পি কে হালদারসহ অন্যরা। এবার বিচার বিভাগীয় রিমান্ডের পর তাঁরা সাধারণ কারাগারে বন্দী হিসেবে থাকবেন। এখন কারাগারের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ে জেরা করতে পারবেন ইডির কর্মকর্তারা। ইডির আবেদন মেনে বিচার বিভাগীয় রিমান্ডে অভিযুক্তদের জেরা করার অনুমতি দেন বিচারপতি। ৭ জুন তাঁদের আবার আদালতে হাজির করা হলে পরবর্তী শুনানির তারিখ বেশ কিছুদিন পরে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে

পশ্চিমবঙ্গে পি কে হালদারসহ ৬ জন বিচার বিভাগীয় রিমান্ডে

আপডেট সময় : ০৯:০৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২

প্রত্যাশা ডেস্ক : প্রশান্ত কুমার হালদারসহ (পি কে হালদার) মোট ছয়জনকে বিচার বিভাগীয় রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতার নগর দায়রা আদালত। গতকাল শুক্রবার পি কে হালদারসহ ছয়জনকে আদালতে হাজির করা হলে আগামী ৭ জুন পর্যন্ত তাঁদের এ রিমান্ডের আদেশ দেন বিচারপতি সৌভিক ঘোষ।
সাড়ে তিন হাজার কোটি টাকার বেশি আত্মসাৎ করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া পি কে হালদার ১৪ মে কলকাতায় গ্রেপ্তার হন। পি কে হালদারসহ ছয়জনকে ওই দিন গ্রেপ্তার করে ভারতের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এরপর দুই দফায় তাঁদের মোট ১৪ দিনের জন্য রিমান্ডে নেয় ইডি। এক নারীসহ মোট পাঁচজনের বিরুদ্ধে হাওয়ালা পদ্ধতিতে বাংলাদেশ থেকে ভারতে টাকা ঢোকানোর অভিযোগে ২০০২ সালের আইনে মামলা করা হয়। পি কে হালদার ও তাঁর সহযোগীরা পশ্চিমবঙ্গে বিভিন্ন ব্যবসা ও সম্পত্তিতে এসব অর্থ বিনিয়োগ করেন।
গতকাল শুক্রবার ইডির তরফে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে (জেল হেফাজত) দেওয়ার আবেদন জানানো হয়। আদালত ৭ জুন পর্যন্ত হেফাজত মঞ্জুর করেন। এত দিন ইডির হেফাজতে ছিলেন পি কে হালদারসহ অন্যরা। এবার বিচার বিভাগীয় রিমান্ডের পর তাঁরা সাধারণ কারাগারে বন্দী হিসেবে থাকবেন। এখন কারাগারের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ে জেরা করতে পারবেন ইডির কর্মকর্তারা। ইডির আবেদন মেনে বিচার বিভাগীয় রিমান্ডে অভিযুক্তদের জেরা করার অনুমতি দেন বিচারপতি। ৭ জুন তাঁদের আবার আদালতে হাজির করা হলে পরবর্তী শুনানির তারিখ বেশ কিছুদিন পরে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।