আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। ফল প্রকাশের পর দুই দিনে রাজ্যের বিভিন্ন জায়গায় সংঘর্ষে এসব রাজনৈতিক কর্মীর মৃত্যু হয়েছে। ঘটেছে অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনাও। খবর টাইমস অব ইন্ডিয়ার।
আট দফা নির্বাচন শেষে গত ২ মে ফলাফল ঘোষণা করা হয়। এতে কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপিকে বড় ব্যবধানে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রস। ক্ষমতায় যেতে ১৪৮ আসনের দরকার হলেও মমতা ব্যানার্জীর তৃণমূল পেয়েছে ২১০টিরও বেশি আসন। যদি ব্যক্তিগতভাবে হেরে গিয়েছেন মমতা।
নির্বাচন পরবর্তী সহিসংতায় উদ্বিগ্ন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি শীর্ষ কর্মকর্তাদের নিয়ে রাজভবনে বৈঠক করেছেন। জনগণকে সংযত ও শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তৃণমূল প্রধান মমতা। বিজেপি জানিয়েছে, তাদের ছয়জন কর্মী তৃণমূলের আক্রমণে মারা গেছে। এই পরিস্থিতিতে কর্মীদের উপর লাগাতার হামলার প্রতিবাদেই বুধবার দেশজুড়ে ধরনার ডাক দিয়েছে তারা।
অন্যদিকে তৃণমূলের দাবি, তাদের চারজন কর্মী মারা গেছেন বিজেপির আক্রমণে। উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় নিহত হয়েছেন নওশাদ সিদ্দিকীর নেতৃত্বাধীন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) এক কর্মী। এরই মধ্যে রাজ্যপালের কাছে নিজের ইস্তফাপত্র দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। আজ বুধবার তৃতীয়বারের মতো শপথ নেবেন তিনি। বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জিতেছে মমতা ব্যানার্জীর তৃণমূণ কংগ্রেস। এই জয়ের মধ্যদিয়ে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গের দায়িত্ব নেবেন মমতা। তার আগে ছাড়লেন দ্বিতীয় মেয়াদের মুখ্যমন্ত্রীর পদ। গত সোমবার (৩ মে) সন্ধ্যায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে, আজ বুধবার (৫ মে) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা ব্যানার্জী। আর এই শপথগ্রহণের দিন ঠিক হওয়ার পর সোমবার রাজভবনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে প্রায় সোয়া এক ঘণ্টা বৈঠক করেন মমতা ব্যানার্জী। এরপর তার কাছে পদত্যাগপত্র জমা দেন। তবে নতুন সরকার দায়িত্ব না নেয়া পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জীকেই রাজ্যের দায়িত্ব পালনের জন্য বলেন রাজ্যপাল। পরে রাজ্যপাল টুইট বার্তায় জানান, ‘বুধবার বেলা সাড়ে ১১টায় মমতা ব্যানার্জী রাজভবনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। তবে করোনার কারণে এবার শপথ অনুষ্ঠানে জনসমাগম হবে না।’
এদিকে সোমবার সন্ধ্যা থেকেই পশ্চিমবঙ্গে নির্বাচনী আচরণবিধি প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। অর্থাৎ সোমবার থেকেই আইনশৃঙ্খলার দায়িত্ব ফিরেছে রাজ্যের হাতে।
পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ১১
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ