ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি গ্রেফতার

  • আপডেট সময় : ০৭:২৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : ভারতে অনুপ্রবেশর অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার পুলিশ। গ্রেফতার হওয়া ওই বাংলাদেশি নাগরিকের নাম রাকিবুল শেখ।তার বাড়ি বাংলাদেশের মেহেরপুর জেলার গোপালনগরে। নদীয়া জেলার তেহট্ট থানার অন্তর্গত ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, পুলিশ গোপন সূত্রে খবর পেয়েছে যে, তেহট্ট থানায় এক বাংলাদেশি নাগরিক আশ্রয় নিয়েছে।

গোপন সূত্রে খবর পাওয়ার পরেই ওই অঞ্চলে অভিযান চালায় পুলিশ।
অভিযান চালিয়ে রাকিবুল শেখ নামে একজন বাংলাদেশি নাগরিককে গ্ৰেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, রাকিবুলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, তিনি বাংলাদেশি নাগরিক। রাকিবুল আরও জানিয়েছেন যে, তিনি তার বাবার সঙ্গে দেখা করতে এসেছিলেন। কিন্তু তার আগেই পুলিশ তাকে গ্রেফতার করেছে। তেহট্ট থানার পুলিশ তাকে আদালতে চালান করবে এবং তাকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে জানা গেছে।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আইন-বিবেক অনুযায়ী ডিসিদের কাজ করার নির্দেশনা আইন উপদেষ্টার

পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি গ্রেফতার

আপডেট সময় : ০৭:২৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

বিদেশের খবর ডেস্ক : ভারতে অনুপ্রবেশর অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার পুলিশ। গ্রেফতার হওয়া ওই বাংলাদেশি নাগরিকের নাম রাকিবুল শেখ।তার বাড়ি বাংলাদেশের মেহেরপুর জেলার গোপালনগরে। নদীয়া জেলার তেহট্ট থানার অন্তর্গত ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, পুলিশ গোপন সূত্রে খবর পেয়েছে যে, তেহট্ট থানায় এক বাংলাদেশি নাগরিক আশ্রয় নিয়েছে।

গোপন সূত্রে খবর পাওয়ার পরেই ওই অঞ্চলে অভিযান চালায় পুলিশ।
অভিযান চালিয়ে রাকিবুল শেখ নামে একজন বাংলাদেশি নাগরিককে গ্ৰেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, রাকিবুলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, তিনি বাংলাদেশি নাগরিক। রাকিবুল আরও জানিয়েছেন যে, তিনি তার বাবার সঙ্গে দেখা করতে এসেছিলেন। কিন্তু তার আগেই পুলিশ তাকে গ্রেফতার করেছে। তেহট্ট থানার পুলিশ তাকে আদালতে চালান করবে এবং তাকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে জানা গেছে।