জাকিরুল চৌধুরী : আমি এক পল্লী মায়ের পল্লী সন্তান,
সেই পল্লীর হাজার মায়ের বাসস্থান।
পল্লীতে জন্ম হয়ে লাগছে বেশ ভালো,
ভোর বেলায় সূয্যিমামা ছড়ায় আলো।
পল্লী মায়ের সুখ দুঃখ পাই যে ভাগ,
গায়ের মেঠোপথে ফুল হয়ে সে থাক।
ভাগ্য যেন বদলে গেছে পল্লীর সন্তান,
পল্লী ছেলের আছে মন অনেক প্রস্থান।
পল্লী সন্তান
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ