নিজস্ব প্রতিবেদক: ঢাকার পল্লবীতে হাতুড়ি দিয়ে পিটিয়ে সিএনজিচালিত অটোরিকশার চালককে হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব।
খোয়া যাওয়া অটোরিকশাটি উদ্ধারের পর র্যাব বলছে, ব্রাহ্মহ্মণবাড়িয়ায় পরিকল্পনা করে অটোরিকশা ছিনতাইয়ের জন্য ঢাকায় আসেন এসেছিল তারা। সে অনুযায়ী ভাড়াটিয়া বেশে চালককে খুন করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
গত ১৬ মে মিরপুর ডিওএইচএস এর ৪ নম্বর গেইট সংলগ্ন এলাকায় একটি অজ্ঞাত লাশ পাওয়া যায়। পরে জানা যায়, অজ্ঞাত লাশটি অটোরিকশা চালক আব্দুল অজিদ বাচ্চুর। তদন্তে নেমে ঘটনার ৫ দিন পর বৃহস্পতিবার (২২ মে) ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা থেকে ৫ জনকে গ্রেফতার ও ছিনতাই করা অটোরিকশাটি উদ্ধার করে র্যাব।
গ্রেফতাররা হলেন- সৌরভ সরকার (২০), ইয়াছিন মিয়া (২০), মুসা (২৫), দুলাল মিয়া (৩২), ব্রাহ্মণবাড়ীয়া ও শাহজালাল (২৬)।
শুক্রবার (২৩ মে) র্যাব-৪ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম বলেন, “মুসা, সৌরভ এবং ইয়াছিন বন্ধু এবং তারা ছোটখাটো চুরি-ছিনতাইয়ে জড়িত। ব্রাহ্মণবাড়িয়ার এই তিন বাসিন্দা একটি অটোরকিশা ছিনতাইয়ের পরিকল্পনা করে।
এ ধরনের ছিনতাই রাজধানীতে করা সহজ মনে করে তারা ঢাকায় সিএনজি ছিনতাইয়ের পরিকল্পনা করে জানিয়ে তিনি বলেন, সে অনুযায়ী ১৫ মে সন্ধ্যায় সৌরভ এবং ইয়াছিন আগারগাঁয়ে এসে মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করে একটি উপযুক্ত টার্গেট খোঁজার চেষ্টা করে। রাত ৩টার দিকে সৌরভ শ্যামলী ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে আব্দুল অজিদের অটোরিকশাটি ভাড়া করে। পরে গাড়িটি নিয়ে তারা ৬০ ফুট পানির ট্যাংকির সামনে আগে থেকে অপেক্ষমান ইয়াছিনকে নিতে আসে। এরপর তারা চালককে সিএনজিটি ঘোরাতে বলে। চালক নেমে সিএনজি ঘোরাতে গেলে তারা মাথার পিছনে আঘাত করে এবং মুসার পরামর্শে মৃত্যু নিশ্চিত করে।
এরপর একজন অটোরিকশাটি চালাতে শুরু করে এবং লাশটি ‘উপযুক্ত’ জায়য়গায় ফেলতে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরতে থাকে বলে জানান র্যাব কর্মকর্তা মাহমুব আলম। একপর্যায়ে ডিওএইচএস এর ৪ নম্বর অবকাশ ক্যান্টিনের দক্ষিণপাশে সিরামিক প্রাচীরের পাশে লাশটি ফেলে সাভারে পালিয়ে যায়।
সেখানে তারা সিএনজিটি পরিষ্কার করে সন্ধ্যার দিকে তিনজনে মিলে ব্রাহ্মণবাড়ীয়ার উদ্দেশ্যে রওনা দেয় জানিয়ে র্যাবের এই কর্মকর্তা বলেন, পূর্বাচল পার হওয়ার পরে চোরাই সিএনজি বেচাকেনা চক্রের নেতা আল আমিনের সহযোগী শাহজালাল ও দুলাল এসে সিএনজিটিতে উঠে এবং সবাই মিলে ব্রাহ্মণড়িয়ায় চলে যায়।
পরদিন আল আমিন এসে শাহজালাল ও দুলালের সহায়তায় ৪৫ হাজার টাকায় অটোরিকশাটি কিনে কুমিল্লার দেবিদ্বারে নিয়ে যান। সেখানে গাড়িটির রঙ ও কভার পরিবর্তন করার জন্য একটি ওয়ার্কশপে দেন। সেখান থেকেই অটোরিকশাটি উদ্ধার করা হয়।
সাভারের তালবাগ এলাকায় প্রকাশ্যে মাথায় গুলি করে রঙমিস্ত্রী শাহীন হত্যার ঘটনায় প্রধান আসামি মো. মেহেদী হাসানকে (৬৪) বিদেশি রিভলবার ও ১৭টি গুলিসহ গ্রেফতারের কথাও একই সংবাদ সম্মেলনে জানিয়েছেন র্যাব-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম।
গত ১৯ মে রংমিস্ত্রী শাহিনকে (৩০) ‘কথা কাটাকাটির জেরে’ গুলি করেন মেহেদী হাসান, মাথায় গুলিবিদ্ধ শাহীন ঘটনাস্থলেই সে মারা যান। বৃহস্পতিবার রাতে গাজীপুরের গাছা থানাধীন তারগাছ এলাকা থেকে মেহেদীকে গ্রেফতারের তথ্য দিয়ে র্যাব কর্মকর্তা মাহবুব বলেন, মেহেদী পেশায় একজন জমির দালাল। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।