আঃ জলিল মন্ডল, গাইবান্ধা: বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ডের গাইবান্ধার (বিআরডিবি) প্রায় কোটি টাকার অর্থ আত্মসাতের মামলার প্রধান আসামি ও সাবেক হিসাবরক্ষক আনিছুর রহমানকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। দুদকের দায়ের করা মামলায় তিন বছর ধরে পলাতক থাকা আনিছুর রহমানকে গেল (২৬ অক্টোবর) শনিবার দুপুরে রাজধানীর সাভারের রাজাসন এলাকা থেকে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে।
রংপুর দুদকের সমন্বিত গাইবান্ধা জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. রুবেল হোসেন ২০২৪ সালের ২১ অক্টোবর গাইবান্ধা বিশেষ জজ আদালতে আনিছুর রহমানকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্তে প্রমাণ পেয়েছে, ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত দায়িত্ব পালনকালে আনিছুর রহমান চারজন উপ-পরিচালকের স্বাক্ষর স্ক্যান করে জালিয়াতির মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা, পেনশন ও কল্যাণ তহবিল থেকে প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকা আত্মসাৎ করেন।
এ ঘটনায় ২০২৪ সালের ১৯ ডিসেম্বর তাকে চাকরিচ্যুত করা হয়। তদন্ত শেষে দুদক চূড়ান্ত চার্জশিট দাখিল করলে চলতি বছরের ২৭ আগস্ট সাত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে আনিছুর রহমানকে পুলিশের গ্রেপ্তার করে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম তালুকদার বলেন, আনিছুর রহমানকে সাভারের রাজাসন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
রিয়াজ/সানা/আপ্র/২৮/১০/২০২৫

























