নিজস্ব প্রতিবেদক : বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট অতিথিদের জন্য আয়োজন করেছে ‘ঢাকা রিজেন্সি ট্যুরিজম ফেস্ট-২০২৩’। গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) থেকে হোটেলের সিগনেচার রেস্টুরেন্ট গ্রান্ডিওসে এ উৎসব শুরু হয়ে চলবে শনিবার (৩০ সেপ্টেম্বর) পর্যন্ত। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা রিজেন্সির এক্সিকিউটিভ ডিরেক্টর শাহিদ হামিদ এফ আই এইচ, বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মকর্তা ও সহযোগীদের উপস্থিতিতে কেক কাটার মাধ্যমে এ আয়োজনের উদ্বোধন করা হয়। এ উৎসবের অন্যতম আকর্ষণ হলো হোটেলের জনপ্রিয় বিভিন্ন দেশীয় খাবারের সঙ্গে বাংলাদেশের আঞ্চলিক খাবার এবং থাকছে স্পেশাল অফার ‘ডাইন থ্রি অ্যাট প্রাইস অফ ওয়ান’। অর্থাৎ একটি বুফের মূল্যে তিনটি বুফে ডিনার উপভোগ করার সুযোগ মাত্র ৬৬৬৬ টাকায়, যা চলবে টানা চারদিন। সঙ্গে উৎসবের চারদিন বিভিন্ন আউটলেটে থাকছে নানা আকর্ষণীয় অফার! রয়েছে পরিবারসহ বুফে ব্রেকফাস্ট এবং বুফে ডিনার উপভোগ করার ‘ডাইন অ্যান্ড স্টে’ অফার মাত্র ১২ হাজার ৫৫৫ টাকায় এবং ‘হ্যাপি স্টে’ অফার; রুম সঙ্গে ব্যুফে ব্রেকফাস্ট শুধুমাত্র ৮ হাজার ৭৮৭ টাকায়। ট্যুরিজম ফেস্ট উপলক্ষ্যে শহরের সব থেকে সুন্দর রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দা স্কাইলাইনে অতিথিদের জন্য থাকছে ১৫ শতাংশ ডিসকাউন্ট, বাবল ফ্লেভার লাউঞ্জে বার্গারে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, চটপটি ও ফুচকা কর্নারে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এবং স্পাতে ২০ শতাংশ ডিস্কাউন্ট অফার উপভোগ করার সুযোগ। এছাড়া জিম মেম্বারশিপে ৫০ শতাংশ ডিস্কাউন্ট।
এছাড়া, হোটেল-টির লয়াল্টি প্রোগ্রাম ‘ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব’ মেম্বাররা পাচ্ছেন সবগুলো আউটলেটে মেম্বারশিপ সুবিধাসহ সব অফারে অগ্রাধিকার। বিস্তারিত জানতে ০১৭১৩-৩৩২৬৬১ নম্বরে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন এই ওয়েবসাইটে।
পর্যটন দিবসে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের বর্ণাঢ্য আয়োজন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ