নিজস্ব প্রতিবেদক : এখন থেকে ওয়েবসাইটে গিয়েই পর্যটন কর্পোরেশনের হোটেল ও মোটেলের কক্ষ ভাড়া নেওয়া যাবে। আগামী এক মাসের মধ্যে গ্রাহকরা মোবাইল অ্যাপেও এই সেবা পাবেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী। গতকাল বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠানে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিংয়ের (ভার্সন-২) আওতায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অনলাইন রিজার্ভেশন সিস্টেম ও হোটেল ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, “এ সেবা ব্যবহারের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ওয়েবসাইটে (যড়ঃবষং.মড়া.নফ) গিয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল-মোটেলের রুম বুকিং দেওয়া যাবে। গ্রাহকদের ফিডব্যাক দেওয়ার সুযোগও থাকবে।” ওয়েবসাইট ছাড়াও আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস থেকে মোবাইল অ্যাপে এই সেবা চালু করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, “প্রতিষ্ঠার পর থেকে সময়ের সাথে সাথে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালন ও সেবায় নানা পরিবর্তন এসেছে, চাহিদার প্রেক্ষিতে এর সেবার আধুনিকায়ন হয়েছে। এর অংশ হিসেবে আজ বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর হোটেল-মোটেল সমূহের অনলাইন বুকিং সিস্টেম উদ্বোধন করা হচ্ছে।” তিনি জানান, এই ওযেবসাইট থেকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল-মোটেলগুলোর রুম ভাড়া নেওয়া যাবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন বলেন, “বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ দিন। অনলাইনে বুকিং সিস্টেম হওয়ায় স্বচ্ছতা বাড়বে এবং সেবার মানোন্নয়ন হবে। এতে করে পর্যটন শিল্পের উন্নয়ন হবে। “পর্যটনের সবগুলো উপকরণ বাংলাদেশে রয়েছে। সব সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি।” পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।