ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫

পর্যটকদের আকৃষ্ট করতে কক্সবাজারে প্রকল্প নেওয়ার সুপারিশ

  • আপডেট সময় : ০২:৪৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে

নৃ-গোষ্ঠীর সংস্কৃতি উন্নয়নে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের জায়গায় পর্যটকদের আকৃষ্ট করার মতো প্রকল্প নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৃহস্পকিবার(০৩ মার্চ) জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে কমিটির সভাপতি সিমিন হোসেন রিমির সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, মমতাজ বেগম, অসীম কুমার উকিল, সুবর্ণা মুস্তাফা, সেলিনা ইসলাম এবং শেরিফা কাদের বৈঠকে অংশগ্রহণ করেন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, রাঙ্গামাটির চলমান কার্যক্রম এবং কক্সবাজার রামুতে ইতিপূর্বে নির্মিত ‘রাখাইন সাংস্কৃতিক ইনস্টিটিউট’ এর উদ্বোধন ও কার্যক্রম সম্পর্কে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন নৃ-গোষ্ঠীর শিল্প সংস্কৃতির সংরক্ষণ ও উৎকর্ষ সাধন, নৃ-গোষ্ঠীর মাতৃভাষা ও বর্ণমালা চর্চা, লালন এবং লোকজ ও সাংস্কৃতিক চেতনার বিকাশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট (রাঙ্গামাটি) কাজ করে যাচ্ছে বলে বৈঠকে কমিটি অবহিত করে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক পরিচয় সবার কাছে তুলে ধরার লক্ষ্যে ইনস্টিটিউটের বিভিন্ন উদ্যোগ ও উন্নয়ন কার্যক্রম অনলাইনে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। বৈঠকে বিভিন্ন নৃ-গোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের জায়গায় পর্যটকদের আকৃষ্ট করে এমন দৃষ্টিনন্দন ও আয়বর্ধক একটি প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, শিল্পকলা একাডেমির মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পর্যটকদের আকৃষ্ট করতে কক্সবাজারে প্রকল্প নেওয়ার সুপারিশ

আপডেট সময় : ০২:৪৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২

নৃ-গোষ্ঠীর সংস্কৃতি উন্নয়নে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের জায়গায় পর্যটকদের আকৃষ্ট করার মতো প্রকল্প নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৃহস্পকিবার(০৩ মার্চ) জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে কমিটির সভাপতি সিমিন হোসেন রিমির সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, মমতাজ বেগম, অসীম কুমার উকিল, সুবর্ণা মুস্তাফা, সেলিনা ইসলাম এবং শেরিফা কাদের বৈঠকে অংশগ্রহণ করেন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, রাঙ্গামাটির চলমান কার্যক্রম এবং কক্সবাজার রামুতে ইতিপূর্বে নির্মিত ‘রাখাইন সাংস্কৃতিক ইনস্টিটিউট’ এর উদ্বোধন ও কার্যক্রম সম্পর্কে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন নৃ-গোষ্ঠীর শিল্প সংস্কৃতির সংরক্ষণ ও উৎকর্ষ সাধন, নৃ-গোষ্ঠীর মাতৃভাষা ও বর্ণমালা চর্চা, লালন এবং লোকজ ও সাংস্কৃতিক চেতনার বিকাশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট (রাঙ্গামাটি) কাজ করে যাচ্ছে বলে বৈঠকে কমিটি অবহিত করে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক পরিচয় সবার কাছে তুলে ধরার লক্ষ্যে ইনস্টিটিউটের বিভিন্ন উদ্যোগ ও উন্নয়ন কার্যক্রম অনলাইনে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। বৈঠকে বিভিন্ন নৃ-গোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের জায়গায় পর্যটকদের আকৃষ্ট করে এমন দৃষ্টিনন্দন ও আয়বর্ধক একটি প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, শিল্পকলা একাডেমির মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।