ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

পর্দা উঠলো জি-২০ সম্মেলনের, এক চীন নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন বাইডেন

  • আপডেট সময় : ১২:৫৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
  • ১৩৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘এক চীন নীতি’ নিয়ে তার দেশের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। সোমবার ইন্দোনেশিয়ার বালিতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তিন ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। বাইডেন জানান, তিনি প্রেসিডেন্টকে বলেছেন তাইওয়ানের প্রতি ওয়াশিংটনের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি না যে, চীনের পক্ষ থেকে তাইওয়ানে আক্রমণ চালানোর আসন্ন কোনো প্রচেষ্টা রয়েছে।’ জো বাইডেন বলেন, ‘আমাদের এক চীন নীতিতে কোনো পরিবর্তন হয়নি। আমরা উভয় পক্ষের স্থিতাবস্থায় একতরফা পরিবর্তনের বিরোধিতা করি এবং তাইওয়ান প্রণালিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’ হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটনের এক চীন নীতি যে পরিবর্তন হয়নি বৈঠকে সে বিষয়টি ‘বিস্তারিতভাবে তুলে ধরেছেন’ মার্কিন প্রেসিডেন্ট। একইসঙ্গে তাইওয়ান প্রণালিতে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহের বিষয়টিও তুলে ধরেছেন তিনি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

পর্দা উঠলো জি-২০ সম্মেলনের, এক চীন নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন বাইডেন

আপডেট সময় : ১২:৫৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘এক চীন নীতি’ নিয়ে তার দেশের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। সোমবার ইন্দোনেশিয়ার বালিতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তিন ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। বাইডেন জানান, তিনি প্রেসিডেন্টকে বলেছেন তাইওয়ানের প্রতি ওয়াশিংটনের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি না যে, চীনের পক্ষ থেকে তাইওয়ানে আক্রমণ চালানোর আসন্ন কোনো প্রচেষ্টা রয়েছে।’ জো বাইডেন বলেন, ‘আমাদের এক চীন নীতিতে কোনো পরিবর্তন হয়নি। আমরা উভয় পক্ষের স্থিতাবস্থায় একতরফা পরিবর্তনের বিরোধিতা করি এবং তাইওয়ান প্রণালিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’ হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটনের এক চীন নীতি যে পরিবর্তন হয়নি বৈঠকে সে বিষয়টি ‘বিস্তারিতভাবে তুলে ধরেছেন’ মার্কিন প্রেসিডেন্ট। একইসঙ্গে তাইওয়ান প্রণালিতে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহের বিষয়টিও তুলে ধরেছেন তিনি।