বিনোদন ডেস্ক: ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ২০১৭ সালে মায়ের ইচ্ছায় অভিনয়ে নাম লেখান। তারপর অসংখ্য নাটক-টেলিফিল্মে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। পাশাপাশি বেশ কটি ওয়েব সিরিজ, ওয়েব ফিল্মে অভিনয় করেও নজর কেড়েছেন ফারিণ।
অভিনয় ক্যারিয়ারে অর্ধ যুগের বেশি সময় পার করেছেন ফারিণ।
এই জার্নিতে নানা গল্পে নানা চরিত্রে দেখা গেছে তাকে। এসব গল্পে কাজ করতে গিয়ে পর্দায় বেশ কজন মাকে পেয়েছেন এই অভিনেত্রী। যে মায়েদের নিয়ে তার মুগ্ধতার শেষ নেই! ফারিণ বলেন, “আমার প্রথম নাটক ‘আমরা ফিরব কবে’।
এতে আমার মা ছিলেন দিলারা জামান খালা। এমন কিংবদন্তি অভিনেত্রীকে প্রথম নাটকেই মা হিসেবে পেয়ে গর্বিত। উনি আমার কাছে বিশেষ একজন মা। এরপর অনেকেরই মেয়ে হয়েছি, অনেক মা পেয়েছি।”
পর্দার মা শিল্পী সরকার অপুর কথা স্মরণ করে ফারিণ বলেন, “সবার আগে শিল্পী সরকার অপুদির সঙ্গে আমার পরিচয়। সাত বছর আগে, ‘ফাতিমা’ সিনেমার শুটিংয়ে। তখনো অভিনয়ে নিয়মিত হইনি। পরে অপুদির সুবাদে বেশ বড় একটা কাজে সুযোগ পাই, যেটা আমার ক্যারিয়ারে ভালো প্রভাব ফেলেছিল।
সেই থেকে অপুদির সঙ্গে আমার অন্য রকম সম্পর্ক, পারিবারিকভাবেই আমাদের যোগাযোগ রয়েছে।” অভিনেত্রী মনিরা মিঠুর কথা জানিয়ে ফারিণ বলেন, “মনিরা মিঠু আপার কথাও বলা যায়, উনি এত ভালো অভিনয় করেন যে তার মধ্যে আসল মায়ের প্রতিচ্ছবি খুঁজে পাই।
‘২১ বছর পরে’ নাটকে তিনি আমার শাশুড়ি হলেও মা-মেয়ের মতোই সম্পর্ক ছিল আমাদের। উনার অভিনয় দেখে আমি নিজেই অশ্রুসিক্ত হয়েছিলাম। মিলি বাশার খালাকে মা হিসেবে সব সময়ই বন্ধুবৎসল হিসেবে পেয়েছি।”