ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

পরীমনির শুটিংয়ে ‘বাধা নেই’

  • আপডেট সময় : ১০:৫২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
  • ১০৯ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : মাদক মামলায় প্রায় এক মাস কারাগারে থেকে জামিনে মুক্ত চিত্রনায়িকা পরীমনির চলচ্চিত্রের শুটিংয়ে কোনো আইনি বাধা নেই বলে জানালেন তার আইনজীবী। বুধবার সকালে সাড়ে ৯টায় কারাগার থেকে মুক্তির পর দুপুরে বনানীর এসেছে এ চিত্রনায়িকা; এ সময় তার সঙ্গে ছিলেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ আইনজীবী জানান, জামিনে থাকা অবস্থায় পরীমনির শুটিংয়ে ফিরতে আইনি কোনো বাধা নেই। “মামলা তদন্তাধীন আছে। চার্জশিট দাখিল পর্যন্ত পরীমনির জামিন আবেদন মঞ্জুর করা হয়েছে। অবশ্যই শুটিংয়ে যেতে পারবেন। উনি একটু শারীরিক ও মানসিকভাবে সিক আছেন। তিনি শারীরিকভাবে সুস্থ হলেই শুটিং করতে পারবেন।“ ৪ অগাস্ট রাতে ঢাকার বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। তাকে গ্রেপ্তারের পর তার হাতে থাকা অন্তত তিনটি সিনেমা নিয়ে অনিশ্চয়তার কথা বলেছেন প্রযোজক-পরিচালকরা।
১৭ অগাস্ট থেকে চট্টগ্রামের ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের দৃশ্যধারণে অংশ নেওয়ার কথা ছিল পরীমনির; ওই সিনেমায় বীরকন্যা প্রীতিলতার ভূমিকায় অভিনয় করছেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান ইউফরসির প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক রাশিদ পলাশ। পরীমনির মুক্ত হওয়ার পর রাশিদ পলাশ বলেন, “পরীমনির শারীরিক ও মানসিক স্বাস্থ্যটা খুব গুরুত্বপূর্ণ। আমরা তার সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করব, সে কোন অবস্থায় আছে। ও মানসিকভাবে অনেক শক্ত মানুষ, সেটা আমরা জানি। তারপরও ২৬ দিন কারাগারে থাকা মানে বড় ধরনের ধাক্কা তার উপর এসেছে। সেটা বুঝে বাকি পরিকল্পনা করতে চাই।” ‘প্রীতিলতা’ ছাড়াও নির্মাতা চয়নিকা চৌধুরীর ওয়েব চলচ্চিত্র ‘অন্তরালে’ ও সেপ্টেম্বরের শেষভাগে বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘বায়োপিক’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। পরীমনি মুক্ত হওয়ার পর সিনেমা দুটির সঙ্গে সংশ্লিষ্টরা ছবিটি নিয়ে নতুন করে পরিকল্পনা তৈরি করছেন। তবে সিনেমা দুটির শুটিংয়ের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। পাঁচ মাস আগে ‘মুখোশ’ নামে একটি চলচ্চিত্রের শুটিংয়ে সবশেষ ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন পরীমনি; সেই সিনেমার শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। আর তার সবশেষ ছবি ‘স্ফূলিঙ্গ’ মুক্তি পেয়েছে গত মার্চে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীমনির শুটিংয়ে ‘বাধা নেই’

আপডেট সময় : ১০:৫২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১

বিনোদন প্রতিবেদক : মাদক মামলায় প্রায় এক মাস কারাগারে থেকে জামিনে মুক্ত চিত্রনায়িকা পরীমনির চলচ্চিত্রের শুটিংয়ে কোনো আইনি বাধা নেই বলে জানালেন তার আইনজীবী। বুধবার সকালে সাড়ে ৯টায় কারাগার থেকে মুক্তির পর দুপুরে বনানীর এসেছে এ চিত্রনায়িকা; এ সময় তার সঙ্গে ছিলেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ আইনজীবী জানান, জামিনে থাকা অবস্থায় পরীমনির শুটিংয়ে ফিরতে আইনি কোনো বাধা নেই। “মামলা তদন্তাধীন আছে। চার্জশিট দাখিল পর্যন্ত পরীমনির জামিন আবেদন মঞ্জুর করা হয়েছে। অবশ্যই শুটিংয়ে যেতে পারবেন। উনি একটু শারীরিক ও মানসিকভাবে সিক আছেন। তিনি শারীরিকভাবে সুস্থ হলেই শুটিং করতে পারবেন।“ ৪ অগাস্ট রাতে ঢাকার বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। তাকে গ্রেপ্তারের পর তার হাতে থাকা অন্তত তিনটি সিনেমা নিয়ে অনিশ্চয়তার কথা বলেছেন প্রযোজক-পরিচালকরা।
১৭ অগাস্ট থেকে চট্টগ্রামের ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের দৃশ্যধারণে অংশ নেওয়ার কথা ছিল পরীমনির; ওই সিনেমায় বীরকন্যা প্রীতিলতার ভূমিকায় অভিনয় করছেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান ইউফরসির প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক রাশিদ পলাশ। পরীমনির মুক্ত হওয়ার পর রাশিদ পলাশ বলেন, “পরীমনির শারীরিক ও মানসিক স্বাস্থ্যটা খুব গুরুত্বপূর্ণ। আমরা তার সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করব, সে কোন অবস্থায় আছে। ও মানসিকভাবে অনেক শক্ত মানুষ, সেটা আমরা জানি। তারপরও ২৬ দিন কারাগারে থাকা মানে বড় ধরনের ধাক্কা তার উপর এসেছে। সেটা বুঝে বাকি পরিকল্পনা করতে চাই।” ‘প্রীতিলতা’ ছাড়াও নির্মাতা চয়নিকা চৌধুরীর ওয়েব চলচ্চিত্র ‘অন্তরালে’ ও সেপ্টেম্বরের শেষভাগে বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘বায়োপিক’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। পরীমনি মুক্ত হওয়ার পর সিনেমা দুটির সঙ্গে সংশ্লিষ্টরা ছবিটি নিয়ে নতুন করে পরিকল্পনা তৈরি করছেন। তবে সিনেমা দুটির শুটিংয়ের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। পাঁচ মাস আগে ‘মুখোশ’ নামে একটি চলচ্চিত্রের শুটিংয়ে সবশেষ ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন পরীমনি; সেই সিনেমার শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। আর তার সবশেষ ছবি ‘স্ফূলিঙ্গ’ মুক্তি পেয়েছে গত মার্চে।