বিনোদন ডেস্ক : ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের পর চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে আরেকটি কাজের ঘোষণা নিয়ে আসছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। বুধবার দুপুরে চয়নিকা গ্লিটজকে জানান, নতুন কাজের ব্যাপারটি চূড়ান্ত করেছেন তারা। পরীমনি ঢাকায় ফিরলেই সপ্তাহখানেকের মধ্যে যৌথভাবে কাজটির ঘোষণা দেবেন। এটি কোনও চলচ্চিত্র নাকি ওয়েব সিরিজ-তা নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চাননি এ নির্মাতা।
এর আগে এক ফেইসবুক স্ট্যাটাসে চয়নিকা লিখেছেন, ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রে আমরা এক হয়েছিলাম।আমাদের কেমিষ্ট্রি খুব ভালো। আবারও নতুন ভালো কিছু, চমৎকার কিছু নিয়েই আমরা একসাথে হচ্ছি। অপেক্ষায় থাকুন।” গত বছর পরীমনি ও সিয়ামকে নিয়ে চয়নিকা নির্মাণ করেছিলেন নিজের প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’। ছবিটি গত বছরের ১১ ডিসেম্বর মুক্তি পেয়েছে। ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। চয়নিকা জানান, চলচ্চিত্র নির্মাণ শুরুর পর টিভিনাটক নির্মাণ কিছুটা কমিয়ে দিলেও টিভিনাটক তিনি কখনও ছাড়বেন না। এবার ঈদে চয়নিকার পরিচালনায় ‘স্যারের মেয়ে’ নামে একটি নাটক প্রচার হয়েছে। সপ্তাহ খানেক ধরে পরীমনি ঢাকার বাইরে একটি শুটিংয়ে অংশ নিচ্ছেন। তার হাতে প্রীতিলতা, মুখোশ, অ্যাডভেঞ্চার অব সুন্দরবনসহ বেশ কয়েকটি চলচ্চিত্র রয়েছে।
পরীমনিকে নিয়ে আবার চয়নিকা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ