নিজস্ব প্রতিবেদক : মাদক উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরীমণিকে মুক্ত করতে উচ্চ আদালতে বিনা পয়সায় আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী।
গতকাল সোমবার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না এ ঘোষণা দেন। তবে তার সঙ্গে সুপ্রিম কোর্টের আরও কয়েকজন আইনজীবী আইনি সহায়তা দিতে আগ্রহণ দেখিয়েছেন। তারা হলেন— অ্যাডভোকেট মাক্কিয়া ফাতেমা ইসলাম, জামিউল হক ফয়সাল, মাহরিন মাসুদ ভূইয়া, আয়েশা আক্তার, রোহানী সিদ্দিকা, রোহানী ফারুক খান, দেবাজিৎ দেবনাথ, মশিউর রহমান রিয়াদ, মানবেন্দ্র রায় ম-ল, নাজমুস সাকিব, ইয়াসমিন ইতি প্রমুখ। এর আগে গত ৪ আগস্ট বিকালে বনানীর ১২ নম্বর রোডে পরীমণির বাসায় অভিযান চালায় করে র্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। এরপর তার মামলাটি সিআইডিতে পাঠানো হয়। তিন দফা রিমান্ড শেষে গত ২১ আগস্ট তাকে কারাগারে পাঠানো হয়।
পরীমণির পক্ষে ফি ছাড়া লড়তে চান সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























