ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

পরীক্ষা-নিরীক্ষা করাতে হাসপাতালে খালেদা জিয়া

  • আপডেট সময় : ০২:১৯:০১ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যগত পরীক্ষা-নিরীক্ষা করাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল বুধবার ৫টা ৫ মিনিটে হাসপাতালে পৌঁছেন তিনি। এদিন সাড়ে পাঁচটার দিকে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
শায়রুল কবির খান বলেন, ‘খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের পরামর্শক্রমে স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার বিকাল ৪টা ২০ মিনিটে বাসা থেকে রওনা করে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে যান তিনি। উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৮০ দিন চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরে আসেন খালেদা জিয়া। গত বছরের ১৩ নভেম্বর অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে হাসপাতালের সিসিইউতে ভর্তি করানো হয়। এরপর দীর্ঘদিন সিসিইউতে চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হলে চলতি বছরের ১০ জানুয়ারি তাকে কেবিনে স্থানান্তর করা হয়। এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিক্যাল বোর্ডের অধীনে চিকিৎসাধীন ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টাকে রুখে দিতে হবে: প্রধান উপদেষ্টা

পরীক্ষা-নিরীক্ষা করাতে হাসপাতালে খালেদা জিয়া

আপডেট সময় : ০২:১৯:০১ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যগত পরীক্ষা-নিরীক্ষা করাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল বুধবার ৫টা ৫ মিনিটে হাসপাতালে পৌঁছেন তিনি। এদিন সাড়ে পাঁচটার দিকে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
শায়রুল কবির খান বলেন, ‘খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের পরামর্শক্রমে স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার বিকাল ৪টা ২০ মিনিটে বাসা থেকে রওনা করে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে যান তিনি। উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৮০ দিন চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরে আসেন খালেদা জিয়া। গত বছরের ১৩ নভেম্বর অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে হাসপাতালের সিসিইউতে ভর্তি করানো হয়। এরপর দীর্ঘদিন সিসিইউতে চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হলে চলতি বছরের ১০ জানুয়ারি তাকে কেবিনে স্থানান্তর করা হয়। এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিক্যাল বোর্ডের অধীনে চিকিৎসাধীন ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।