নেত্রকোণা সংবাদদাতা : নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় এক ছাত্রীকে পরিবারের লোকজন পরীক্ষা দিতে বলায় সে বিষ খেয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল সোমবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রৌয়াইল গ্রামে বাড়িতে ওই শিক্ষার্থী এ ঘটনা ঘটায়। এর কিছুক্ষণ পর স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত শর্মি সরকার (১৪) রৌয়াইল গ্রামের হরিসুন্দর সরকারের মেয়ে এবং স্থানীয় সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিলেন। হরিসুন্দরের বরাতে ওসি বলেন, শর্মি নিয়মিতভাবে চলতি অর্ধবার্ষিক পরীক্ষা দিচ্ছিল। কিন্তু সোমবারের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাতে সে অংশ নিতে চাইছিল না। পরে পরিবারের লোকজন তাকে পরীক্ষা দিতে বললে সে ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করে। পুলিশ কর্মকর্তা মজিবুর বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।