ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ মার্চ ২০২৫

পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে সড়ক অবরোধ

  • আপডেট সময় : ০৮:১৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

বিমানের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে শনিবার ঢাকার লালমাটিয়া মহিলা কলেজের সামনে সড়ক অবরোধ করেন পরীক্ষার্থীরা-ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজকেন্দ্রের চাকরিপ্রত্যাশীরা বিক্ষোভ করেছেন। বিক্ষোভের এক পর্যায়ে আসাদগেট মোড়ে প্রধান সড়ক অবরোধ করেন তারা।

শনিবার (১ মার্চ) বিকাল ৩টা থেকে লালমাটিয়া মহিলা কলেজের সামনে পরীক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরে সাড়ে ৫টার দিকে আসাদগেট মোড়ে সড়ক অবরোধ করেন তারা। এতে মিরপুর রোড, মোহাম্মদপুর সড়ক ও মানিক মিয়া এভিনিউতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) কাদের আহমেদ বলেন, ‘আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষা ছিল। লালমাটিয়া মহিলা কলেজসহ বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরে প্রধান সড়ক অবরোধ করেন তারা। আমরা তাদের রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করছি।’

চাকরিপ্রত্যাশীদের অভিযোগ, ২০২৩ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০০টি ‘কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। তবে সরকার ২০২৪ সালে চাকরির বয়সসীমা ৩২ বছর করায় চলতি বছরের জানুয়ারিতে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

শনিবার বিকাল ৩টায় রাজধানীর বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও লালমাটিয়া মহিলা কলেজকেন্দ্রে বিকাল ৩টা ১০ মিনিট পর্যন্ত প্রায় ২ হাজার পরীক্ষার্থী প্রশ্নপত্র পাননি। এ সময় তারা জানতে পারেন, পরীক্ষার প্রশ্নফাঁস হয়েছে।

পরীক্ষার্থীরা বিষয়টি নিয়ে পরীক্ষাকেন্দ্রের সংশ্লিষ্টদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং পরীক্ষা বর্জন করে বিক্ষোভ শুরু করেন। প্রথমে কলেজের সামনের রাস্তায় অবস্থান নেন, পরে আবার কলেজের ভেতরে গিয়ে বিক্ষোভ চালিয়ে যান।

পরীক্ষার্থীদের অভিযোগ, এই নিয়োগ পরীক্ষার দায়িত্বে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনিস্টিটিউট (আইবিএ)। কিন্তু কীভাবে প্রশ্ন ফাঁস হলো, সে বিষয়ে আইবিএ কোনো ব্যাখ্যা দিতে পারেনি। পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো প্রতিনিধি ঘটনাস্থলে উপস্থিত হননি।

পরীক্ষা বাতিল এবং নতুনভাবে পরীক্ষা নেওয়ার দাবিতে পরীক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ তারা আসাদগেটে প্রধান সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

 

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে সড়ক অবরোধ

আপডেট সময় : ০৮:১৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজকেন্দ্রের চাকরিপ্রত্যাশীরা বিক্ষোভ করেছেন। বিক্ষোভের এক পর্যায়ে আসাদগেট মোড়ে প্রধান সড়ক অবরোধ করেন তারা।

শনিবার (১ মার্চ) বিকাল ৩টা থেকে লালমাটিয়া মহিলা কলেজের সামনে পরীক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরে সাড়ে ৫টার দিকে আসাদগেট মোড়ে সড়ক অবরোধ করেন তারা। এতে মিরপুর রোড, মোহাম্মদপুর সড়ক ও মানিক মিয়া এভিনিউতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) কাদের আহমেদ বলেন, ‘আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষা ছিল। লালমাটিয়া মহিলা কলেজসহ বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরে প্রধান সড়ক অবরোধ করেন তারা। আমরা তাদের রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করছি।’

চাকরিপ্রত্যাশীদের অভিযোগ, ২০২৩ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০০টি ‘কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। তবে সরকার ২০২৪ সালে চাকরির বয়সসীমা ৩২ বছর করায় চলতি বছরের জানুয়ারিতে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

শনিবার বিকাল ৩টায় রাজধানীর বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও লালমাটিয়া মহিলা কলেজকেন্দ্রে বিকাল ৩টা ১০ মিনিট পর্যন্ত প্রায় ২ হাজার পরীক্ষার্থী প্রশ্নপত্র পাননি। এ সময় তারা জানতে পারেন, পরীক্ষার প্রশ্নফাঁস হয়েছে।

পরীক্ষার্থীরা বিষয়টি নিয়ে পরীক্ষাকেন্দ্রের সংশ্লিষ্টদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং পরীক্ষা বর্জন করে বিক্ষোভ শুরু করেন। প্রথমে কলেজের সামনের রাস্তায় অবস্থান নেন, পরে আবার কলেজের ভেতরে গিয়ে বিক্ষোভ চালিয়ে যান।

পরীক্ষার্থীদের অভিযোগ, এই নিয়োগ পরীক্ষার দায়িত্বে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনিস্টিটিউট (আইবিএ)। কিন্তু কীভাবে প্রশ্ন ফাঁস হলো, সে বিষয়ে আইবিএ কোনো ব্যাখ্যা দিতে পারেনি। পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো প্রতিনিধি ঘটনাস্থলে উপস্থিত হননি।

পরীক্ষা বাতিল এবং নতুনভাবে পরীক্ষা নেওয়ার দাবিতে পরীক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ তারা আসাদগেটে প্রধান সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।