ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে: ন্যাটো প্রধান

  • আপডেট সময় : ১১:৩০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
  • ১১৯ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় সমবেদনা জানিয়েছেন ন্যাটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ। এ ঘটনায় জোটের তরফে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। টুইটারে দেওয়া পোস্টে জেন্স স্টোলটেনবার্গ বলেন, পোল্যান্ডে বিস্ফোরণ সম্পর্কে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে তার কথা হয়েছে। ন্যাটো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং মিত্ররা নিবিড়ভাবে পরামর্শ করছে। সব তথ্য প্রতিষ্ঠিত হওয়াটা গুরুত্বপূর্ণ। এর আগে নেদারল্যান্ডসে ডাচ কর্মকর্তাদের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সাম্প্রতিক সাফল্যের পরও রাশিয়ার শক্তিকে খাটো করে দেখা যাবে না। ন্যাটো মহাসচিব বলেন, রাশিয়াকে খাটো করে দেখার ভুল আমরা করতে পারি না। রুশ বাহিনীর এখনও বড় ধরনের সামর্থ্য রয়েছে। তাদের সেনা সংখ্যাও অনেক।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে: ন্যাটো প্রধান

আপডেট সময় : ১১:৩০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২

প্রত্যাশা ডেস্ক : পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় সমবেদনা জানিয়েছেন ন্যাটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ। এ ঘটনায় জোটের তরফে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। টুইটারে দেওয়া পোস্টে জেন্স স্টোলটেনবার্গ বলেন, পোল্যান্ডে বিস্ফোরণ সম্পর্কে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে তার কথা হয়েছে। ন্যাটো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং মিত্ররা নিবিড়ভাবে পরামর্শ করছে। সব তথ্য প্রতিষ্ঠিত হওয়াটা গুরুত্বপূর্ণ। এর আগে নেদারল্যান্ডসে ডাচ কর্মকর্তাদের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সাম্প্রতিক সাফল্যের পরও রাশিয়ার শক্তিকে খাটো করে দেখা যাবে না। ন্যাটো মহাসচিব বলেন, রাশিয়াকে খাটো করে দেখার ভুল আমরা করতে পারি না। রুশ বাহিনীর এখনও বড় ধরনের সামর্থ্য রয়েছে। তাদের সেনা সংখ্যাও অনেক।